৪৩টি ফোনে বন্ধ হয়ে যাচ্ছে WhatsApp





আর মাত্র দুই মাস ১লা নভেম্বর থেকেই একাধিক ফোনে বন্ধ হয়ে যাচ্ছে WhatsApp । ১লা নভেম্বর থেকে নতুন নিয়ম চালু হচ্ছে WhatsApp -র। আর নতুন নিয়ম তৈরি হলেই WhatsApp কাজ করে বন্ধ করে দেবে এমন ৪৩ ফোনকে লিপিবদ্ধ করা হয়েছে। পুরনো অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনে কাজ করা বন্ধ করে দেবে WhatsApp ।




সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, অ্যান্ড্রয়েড ৪.০.৪ বা তার আগের অপারেটিং সিস্টেমে থাকা ফোন এবং আইওএস ৯ বা তার থেকে আগের অপারেটিং সিস্টেম থাকা ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। এই সমস্ত ফোন প্রস্তুতকারক সংস্থার তরফ থেকেও নিশ্চয়তা মিলেছে।




The following phone models will lose access to the service:

Samsung Galaxy S3 Mini, Trend II, Trend Lite, Core, Ace 2

LG Optimus F7, F5, L3 II Dual, F7 II, F5 II

Sony Xperia

Huawei Ascend Mate and Ascend D2

Apple iPhone SE, 6S, and 6S Plus