‘যেকোনও দিন ঘোষণা হতে পারে ভোটের দিন, তৈরি থাকুন’: রাজ্যকে বলল কমিশন





একুশের বিধানসভা নির্বাচনের পর তৃতীয় বার সরকার গঠন করেছে তৃনমূল কংগ্রেস। তবে সাতটি বিধানসভায় উপনির্বাচন করতে হবে। এনিয়ে পুজোর আগেই বিধানসভা উপনির্বাচন (By-poll) চায় রাজ্য বলেই কমিশনকে জানায় রাজ্য। নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে বুধবার ভার্চুয়াল বৈঠক হয় মুখ্যসচিবের। মুখ্যসচিব তাঁদের জানান, ভোটের জন্য রাজ্য সরকার তৈরি আছে। এরপর ‘যেকোনও দিন ঘোষণা হতে পারে ভোটের দিন, তৈরি থাকুন’, রাজ্যকে ভোটের জন্য তৈরি থাকতে বলল কমিশন (Election Commission)।



রাজ্যে ৭ কেন্দ্রে ভোট নিয়ে আজ নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্যসচিবের বৈঠক হয়। কিছুদিন আগেই করোনা আবহে উপ নির্বাচন নিয়ে রাজনৈতিক দল গুলির মতামত চেয়েছিল কমিশন। সেই মত মতামত জমাও পড়েছে। ৭ কেন্দ্রের করোনা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই কমিশনকে রিপোর্ট দিয়েছে রাজ্য। এই পরিস্থিতিতে আজ নির্বাচন কমিশনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। করোনা পরিস্থিতিতে ভোট নিয়ে কাল হবে ভার্চুয়াল বৈঠক।


রাজ্যের যে পাঁচ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে সেগুলি হল,

নদিয়ার শান্তিপুর

কোচবিহারের দিনহাটা।

দক্ষিণ কলকাতার ভবানীপুর।

উত্তর ২৪ পরগনার খড়দা,

দক্ষিণ ২৪ পরগনার গোসাবা


এছাড়াও, নির্বাচনের আগে প্রার্থীর মৃত্যু হওয়ায়, ভোট বাকি রয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে।