কয়লাকাণ্ডের তদন্তের প্রেক্ষিতে ইডি-কে চিঠি অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের
কয়লাকাণ্ডের তদন্তের প্রেক্ষিতে ইডি-কে চিঠি অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীকে তলব করেছে ইডি। জানা গেছে দিল্লীর অফিসে ডেকে পাঠানো হয়েছে। দিল্লিতে ডেকে পাঠানোর পরিবর্তে কলকাতার বাড়িতে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হোক বলে ইডির কাছে চিঠি দিয়ে অনুরোধ করলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে লেখা চিঠিতে তৃণমূল কংগ্রেস সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বলেন, ‘বাড়িতে ২টি সন্তান রয়েছে। করোনা পরিস্থিতিতে দিল্লি যাওয়া ঝুঁকিপূর্ণ। তাই কলকাতার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করা হোক।’
তিনি আরও লেখেন, ‘১৮ অগাস্ট নোটিস পাঠিয়ে আমাকে ১ সেপ্টেম্বর দিল্লিতে সশরীরে হাজির হতে বলা হয়েছে। ইডি-র কলকাতায় অফিস রয়েছে, আমিও কলকাতায় থাকি। তাই আপনারা কলকাতায় আমার বাড়িতে এলে তা সুবিধাজনক হবে।’
রুজিরা আরও লেখেন, ‘যে মামলায় তদন্তের জন্য আমাকে ডাকা হয়েছে, তারও সূত্রপাত পশ্চিমবঙ্গ থেকেই। এই অনুরোধ বিবেচনা করে দ্রুত জানান। আমি সবরকম সহযোগিতা করতে প্রস্তুত।’
এদিকে আগামী সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে ইডি। এরপর তিন আইপিএস অফিসারকে তলব করেছেন ইডি। ৮ সেপ্টেম্বর শ্যাম সিংহ, ৯ সেপ্টেম্বর জ্ঞানবন্ত সিংহ এবং ১০ সেপ্টেম্বর সেলভা মুরুগনকে তলব করা হয়েছে।
এর আগে কয়লাকাণ্ডের তদন্তে ২৩ ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এবার ইডি-র তাঁকে ডেকে পাঠানো নিয়ে, তুঙ্গে উঠেছে তৃণমূল-বিজেপির চাপানউতোর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊