মাল ব্লক জুড়ে বাড়ছে শিশুদের জ্বরে আক্রান্তের সংখ‍্যা, আতঙ্কে এলাকা





মাল ব্লক জুড়ে শিশুদের জ্বর আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। পাশাপাশি থাবা বসিয়েছে ডেঙ্গু। আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।


জলপাইগুড়ি,জয়ন্ত বর্মন 


গত ১০ দিনে মাল ব্লক জুড়ে শিশুদের জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি থাবা বসিয়েছে ডেঙ্গু। এতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে সমগ্র এলাকায়।



প্রতিদিন মালবাজার ওদলাবাড়ি সহ বিভিন্ন হাসপাতালে ভীড় করছে বাচ্চা কোলে নিয়ে মায়েরা। কারন বেশির ভাগ বাচ্চারাই জ্বরে আক্রান্ত হচ্ছে ।



মাল ব্লক এর ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রের আউট ডোরে কোলে বাচ্চা নিয়ে মায়েদের ভীড় লক্ষ্য করা গেল বৃহস্পতিবার । বাচ্চাদের জ্বর সহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে মায়েরা। গত কয়েকদিন যাবত সংখ্যাটা অনেকটা বেরেছে বলে জানা গেছে হসপিটাল সূত্রে। আর এতেই চিন্তিত বাচ্চার মায়েরা এবং চিকিৎসকেরা। তবে প্রতিদিন একটানা চিকিৎসা পরিসেবা দিয়ে যাচ্ছে চিকিৎসকেরা।




জ্বরাক্রান্ত শিশুদের মায়ের বক্তব্য বাচ্চাদের দু-তিন দিন ধরে জ্বর, সসর্দিকাশি, বোমি হচ্ছে আবার রাতের বেলায় জ্বর হচ্ছে। কোন ভাবেই জ্বর কমছে না।




বুধবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৬৭ জন জ্বরে আক্রান্ত শিশুর চিকিৎসা চলছে। মাল সুপার স্পেশালিটি হাসপাতালে শিশু বিভাগে ৩৬ টি বেড রয়েছে। তারমধ্যে ১০ আইসিইউ। সীমিত বেডেই জ্বর আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে।




মাল সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ সুরজিৎ সেন জানান, জ্বরে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে ভালোই আছে। আমরা পর্যবেক্ষণ করে চলছি।শিশুদের ডেঙ্গু, কোভিড সব রকম টেস্ট করা হয়েছে। সেরকম কিছু পাওয়া যায়নি। তবে চিন্তার কিছু নেই।