Latest News

6/recent/ticker-posts

Ad Code

ধূপগুড়িতে স্বামীর হাতে স্ত্রী খুন, এলাকায় চাঞ্চল্য

ধূপগুড়িতে স্বামীর হাতে স্ত্রী খুন, এলাকায় চাঞ্চল্য

Dhupguri news


ধূপগুড়িতে এক নৃশংস খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালবেলায় ধূপগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় নিজের বিবাহিত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।


নিহত মহিলার নাম সোমা রায় (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সোমা রায় বাড়িতে একাই ছিলেন। সেই সুযোগ নিয়ে অভিযুক্ত স্বামী শ্রীকান্ত রায় ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। একাধিক কোপে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সোমা রায়।


চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের সদস্যরা। বাধা দিতে গেলে অভিযুক্ত দ্বিতীয় শাশুড়ি শুশীলা রায়ের দিকেও তেড়ে যায় বলে অভিযোগ। এরপর রক্তমাখা ধারালো অস্ত্র হাতে নিয়ে অভিযুক্ত ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে ধূপগুড়ি থানার দিকে হেঁটে যায়। পথে তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষজন।


পরে অভিযুক্ত শ্রীকান্ত রায় ধূপগুড়ি থানায় গিয়ে আত্মসমর্পণ করে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code