Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking News: জল্পনা বাড়িয়ে ইস্তফা গুজরাটের মুখ্যমন্ত্রীর

Breaking News: জল্পনা বাড়িয়ে ইস্তফা গুজরাটের মুখ্যমন্ত্রীর





জল্পনা বাড়িয়ে ইস্তফা দিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তবে আচমকাই কেন ইস্তফা দিলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রাজ্যপালের কাছে সাক্ষাতের পরে ইস্তফার কথা ঘোষণা করেন বিজয় রূপানি।


২০১৬-র ৭ অগাস্ট গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিজয় রূপানি। ২০১৭-র ২২ ডিসেম্বর বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তিনি। নীতীন পটেল হয়েছিলেন উপমুখ্যমন্ত্রী।


ইস্তফাপত্র জমা দিয়ে রূপানি সংবাদমাধ্যমকে বলেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা পালন করেছেন। এবার তিনি নতুন উৎসাহে দলের সংগঠনের কাজে নিজেকে নিয়োজিত করবেন।


তিনি বলেছেন, দল আমাকে যে দায়িত্ব দেবে তা সম্পূর্ণ দায়িত্ব সহকারে ও নতুন উদ্দীপনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ও দলের সভাপতির পথনির্দেশিকা অনুসারে পালন করব। তিনি আরও বলেন, নতুন নেতৃত্বের হাতে যাক গুজরাতের উন্নয়নের দায়িত্ব।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code