Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজ্ঞানের ছাত্রী থেকে র‍্যাপ প্রিন্সেস, মাতালেন সঙ্গীত দুনিয়া

বিজ্ঞানের ছাত্রী থেকে র‍্যাপ প্রিন্সেস, মাতালেন সঙ্গীত দুনিয়া






সম্প্রতি ভাইরাল হওয়া 'মানিকে মাগে হিথে' আজ সকলের মনে মনে ঘুরছে। যে গানটি গেয়েছেন শ্রীলঙ্কান ইয়োহানি ডি’ সিলভার (Yohani De Silva)। সিংহলি ভাষার এই গানের তালে ঘাড় দোলাননি এমন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী খুঁজে পাওয়া মুশকিল‌। 



ইন্সটাগ্রাম রিল থেকে ফেসবুক স্টোরি সর্বত্র ইয়োহোনির মানিকে মাগে হিথে। ইতিমধ্যেই বিভিন্ন ভাষায় এই গানের সুরের সঙ্গে তাল মিলিয়ে তৈরি হয়েছে কভার।




ভিডিওতে রঙিন ছোট চুলের এই মিষ্টি মেয়ের বয়স ২৮। বহু দিন থেকেই মাতাচ্ছেন ইউটিউব। তিনি এখন শ্রীলঙ্কার ‘র‌্যাপ প্রিন্সেস’ নামে পরিচিত। ইয়োহানির সঙ্গে এই গানে সঙ্গ দিয়েছেন, শ্রীলঙ্কার আরেক জনপ্রিয় র‌্যাপার সথীশন রথনায়কা (Satheeshan Rathnayaka)।




শ্রীলঙ্কার কলোম্ব শহরে ১৯৯৩ সালের ৩০ শে জুলাই জন্মগ্রহন করেন ইয়োহোনি। বাবার প্রসন্ন ডি’ সিলভা, আর্মি অফিসার এবং মা দিণীতি ডি’ সিলভা, একজন বিমান সেবিকা। ইয়োহানির মতোই মিষ্টি তার একটি বোন রয়েছে যার নাম শিবিন্দ্রী ডি’ সিলভা।




গায়িকার পাশাপাশি একজন অভিনেত্রী, মডেল, র‍্যাপার হিসেবেও বেজায় পরিচিতি রয়েছে তার। গানের জগতে আসার আগে তিনি মজেছিলেন লজিস্টিক ম্যানেজমেন্টে।




বিজ্ঞানের ছাত্রী ইয়োহানি কলোম্ব এর বিশাখা কলেজ থেকে তার প্রাথমিক পড়াশোনা শেষ করেন, এরপর সার জোন কোটালাওয়ালা ডিফেন্স ইউনিভার্সিটিতে পড়াশোনা সম্পন্ন করেন। ইয়োহানি ২০২০ সালে নিজের প্রথম গান আয়ে রিলিজ করেন, এই গানটি এখনো পর্যন্ত ১৫ লক্ষ দর্শক শুনে ফেলেছে। 



প্রথম সফলতার পর, সেপ্টেম্বর ২০২০ সালে “চামথ সঙ্গীতের” সঙ্গে মিলে ইয়োহানি নিজের দ্বিতীয় গান “সীতা দাওনা” রিলিজ করেন। আর তার সর্বশেষ গান ‘মানিকে মাগে হিথে’ এখনো পর্যন্ত তার গাওয়া সবচেয়ে সুপারহিট গান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code