আপনার পরিচয়পত্র ব্যবহার করে কি একাধিক ফোন নম্বর চালু রয়েছে? জেনে নিন ১ মিনিটেই 

verification-of-sim-card-data




মোবাইলের (mobile) জন্য সিম কার্ড (sim card) কিনতে গিয়ে আধার কার্ডের (aadhaar) জেরক্স কপি দিয়ে সিম কার্ড নিয়ে চলে আসেন বাড়িতে। বর্তমানে যদিও সিমকার্ড নিতে গেলে নিয়ম কানুন একটু শক্ত, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত শুধুমাত্র আধারের জেরক্স কপি দিয়েই নেওয়া যেতো সিম। 

আপনার সেই জেরক্স (xerox) দিয়ে  অন্য কেউ আর কোন সিম কার্ড নেয়নি-তাকি নিশ্চিত আপনি? না জানাটাই স্বাভাবিক। কিন্তু এবার সেই সমস্যার সমাধান হয়ে যাবে মাত্র ১ মিনিটেই। 

এই বিষয় নিয়ে হালে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এখান থেকেই জানা যাবে আপনার পরিচয়পত্রে আর কোনও মোবাইল নম্বর চালু আছে কি না।

এরজন্য আপনাকে যা করতে হবে- 

  • প্রথমে এই ওয়েবসাইটে যান। Website Link
  • পোর্টালে গিয়ে নিজের মোবাইল নম্বরটি দিন।
  • মোবাইল নম্বরটি দিলেই ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইলে একটি এককালীন পাসওয়ার্ড (OTP) আসবে।
  • সেই OTP দিলেই আপনার নম্বরটি ভেরিফায়েড হয়ে যাবে।
  • পোর্টালে এর পরে আপনার আইডি দিয়ে চালু থাকা মোবাইল নম্বরের তালিকা দেখা যাবে।
  • এর মধ্যে কোনও ভুয়ো বা নকল সিম কার্ড থাকলে সেটাকে রিপোর্ট করুন।
  • আপনার অভিযোগটি খতিয়ে দেখে টেলিকম সংস্থাটি সেই নম্বরটি ব্লক বা বন্ধ করে দেবে।

তবে এই পরিষেবা এখনও গোটা দেশে চালু হয়নি। প্রাথমিক ভাবে তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশের গ্রাহকদের জন্য চালু হয়েছে। অদূর ভবিষ্যতে গোটা দেশেই এই পরিষেবা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। তবে আমাদের রাজ্যের মোবাইল নাম্বার দিয়েও চেক করলে তা দেখাচ্ছে- 9832 দিয়ে নাম্বার হলে OTP আসছে, এয়ারটেল বা বিএসেনএল এর কানেকশন হলে ওটিপি আসছে না। আপনিও একবার চেক করে নিতে পারেন।