পুলিশ দিবসে বিস্ফোরক রাজ্যপাল 




আজ পুলিশ দিবস। আর পুলিশ দিবসে পুলিশ বাহিনীকে রাজনীতি মুক্ত হয়ে কাজ করার পরামর্শ দিলেন রাজ্যপাল।



ট্যুইটে জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) লেখেন, "পুলিশ দিবসে পুলিশের উর্দিধারীদের কাছে এটাই কাম্য যে, তাঁরা আইনের শাসন প্রতিষ্ঠা করে, মানবাধিকার যোদ্ধা হিসাবে কাজ করবেন। পুলিশের রাজনীতিকরণ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এটা রাজ্যকে পুলিশি রাষ্ট্রে পরিণত করবে। পুলিশের অরাজনৈতিক মনোভাব আইন ও গণতন্ত্রের অনুকূল পরিবেশ তৈরি করে।"

এর পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পানাগড়ে বলেন, 'কেউ কেউ ট্যুইট করে ব্যঙ্গোক্তি করেছেন। হাজারটা ভাল কাজ করতে গেলে একটা ভুল হতে পারে। তা নিয়ে গোটা ফোর্সকে বদনাম করা উচিত নয়। যাঁরা করছেন তাঁদের শুভবুদ্ধির উদয় হোক।'

১লা সেপ্টেম্বর। রাজ্য পুলিশের নানাবিধ প্রশংসনীয় অবদানের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর পয়লা সেপ্টেম্বর দিনটিকে 'পুলিশ দিবস' হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্য পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধদমনের পাশাপাশি সমাজ সেবা মূলক কর্ম করে নজর কেড়েছে জন সাধারনের। এছাড়াও, করোনার সংকট কালীন সময়েও শক্ত হাতে নিজেদের নিয়োজিত করেই চলেছেন পুলিশ। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।