করোনা আতংক কাটিয়ে মাল শহরে ফের নজরুল শিশু উদ্যান খোলা নিয়ে শুরু হলো তোড়জোড়




মালবাজার ,জয়ন্ত বর্মন:




মালবাজার শহরের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কলোনি এলাকায় নজরুল শিশু উদ্যান রয়েছে। শহরের প্রায় কেন্দ্রবিন্দুতে উদ্যানটি অবস্থিত। শিশুদের কাছে আকর্ষণের একটি জায়গা । দেশজুড়ে যখন করোনা ভয়াবহ আকার ধারণ করেছে সেই সমস্ত নিয়ম বিধি মেনেই বন্ধ রাখা হয়েছিল উদ্যান। যেহেতু করোনা অতিমারি কিছুটা স্বাভাবিক হয়েছে ।এখান উদ্যান খোলার প্রশাসনিক সিদ্ধান্তে তোড়জোড় চলছে। পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে চলতি সপ্তাহেই শিশু উদ্যানটি খুলে দেওয়া হবে ।




উদ্যান ও কানন (উত্তর) বিভাগের তত্ত্বাবধানে থাকা উত্তরবঙ্গের বিভিন্ন উদ্যান গুলির খোলা হয়েছে। এবার মাল পুরসভার নজরুল শিশু উদ্যান খোলা নিয়ে তৎপরতা চলছে। দীর্ঘদিন বন্ধ থাকার জন্য উদ্যানের ঘাস বেড়েছে। গাছের পাতা ও ঝোপ ঝাড়ও বৃদ্ধি হয়েছে। পুরকর্মীদের তত্ত্বাবধানেই উদ্যানের পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সমর কুমার দাস বলেন," আমরা সরকারি নির্দেশ মেনেই শিশু উদ্যান আবার খুলছি। উদ্যান পরিচর্যা কাজ চলছে । পরিচর্যার কাজ শেষ হলেই উদ্যানটি শিশুদের জন্য খুলে দেওয়া হবে।" 



ওয়ার্ড এর সুপারভাইজার দীপঙ্কর ঘটক, উদ্যান কর্মী তোতাই দাসের তত্ত্বাবধানেই পরিচর্যার কাজ চলছে। কিছু খেলনা ভেঙ্গে গিয়েছে। পুরসভার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে এই খেলনা গুলিও ফের সাজানো হবে। এদিকে উদ্যান খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল। দক্ষিণ কলোনিরই পড়ুয়া নীল রায় বলেন উদ্যানটি সকলের ক্ষেত্রেই উপযোগী। উদ্যান ফের খুললে ভালোই হবে। আমরা উদ্যোগকে স্বাগত জানাচ্ছি । এদিকে, উদ্যানের উচ্চ স্তম্ভটি বর্তমানে বিকল হয়ে রয়েছে। আলোও জ্বলছে না। এটিরও সংস্কারের দাবিও উঠেছে পুরসভার পক্ষ থেকে।