এক দুইটি নয় তিন তিনটি ভ্যাকসিন এক ব্যক্তির শরীরে! রীতিমত চাঞ্চল্য এলাকাজুড়ে





নাগরাকাটা,জয়ন্ত বর্মন:



একসঙ্গে একই ব্যক্তিকে পর পর করোনা ভ্যাকসিনের তিন-তিনটি ডোজ দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল নাগরাকাটা ব্লকের আংড়াভাষা-১ নং গ্রাম পঞ্চায়েতের খয়েরকাটা প্রাথমিক বিদ্যালয়ের ভ্যাক্সিনেশন ক্যাম্পে।



জানা গেছে, উত্তর ধুন্দাশিমলা এলাকার যুবক পরিতোষ রায় নামে এক ব্যক্তির দেহে পরপর তিনটি করোনার ভ্যাকসিন দেওয়া হয়। যুবকের অভিযোগ, এদিন ভ্যাকসিন নিতে গেলে কর্তব্যরত নার্স গল্পের ছন্দে ভুলবশত তিনবার ভ্যাকসিন দিয়ে ফেলেন। আর এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়।



যুবকের দাবি, এর পর তিনি ধুমপাড়া এলাকায় প্রাথমিক চিকিৎসাধীন। অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন নাগারাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুপর্ণা কান্তি হালদার। ফোনে তিনি বলেন, ৪৬২১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।এই অভিযোগের কোনো ভিত্তিহীন। আমার কাছে লিখিত অভিযোগ আসলে আমি বিষয়টি তদন্ত করে দেখব।

তবে প্রশ্ন-উত্তর শুরু করেছে স্বাস্থ্য দপ্তরে ভূমিকা নিয়ে।