Kojagari Lakshmi Puja 2021- কোজাগরী লক্ষ্মী পূজার তারিখ-সময় Date, Time

Kojagari Lakshmi Puja 2021- কোজাগরী লক্ষ্মী পূজার তারিখ-সময় Date, Time 

Kojagara Lakshmi Puja 2021




ঋক বেদে শ্রী ও ঐশ্বর্যের দেবী অর্থে লক্ষ্মীর নাম পাওয়া যায়। লক্ষ্মী সর্ব সম্পদে সফলা, সকল স্ত্রী ও ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী।


লক্ষ্মী ছয়টি বিশেষ গুণের দেবী। তিনি বিষ্ণুর শক্তিরও উৎস। বিষ্ণু রাম ও কৃষ্ণ রূপে অবতার গ্রহণ করলে, লক্ষ্মী সীতা ও রাধা রূপে তাঁদের সঙ্গিনী হন। কৃষ্ণের দুই স্ত্রী রুক্মিনী ও সত্যভামাও লক্ষ্মীর অবতার রূপে কল্পিত হন।


লক্ষ্মীর পূজা অধিকাংশ হিন্দুর গৃহেই অনুষ্ঠিত হয়। দীপাবলি ও কোজাগরী পূর্ণিমার দিন তাঁর বিশেষ পূজা হয়। এটি কোজাগরী লক্ষ্মী পূজা নামে খ্যাত। বাঙালি হিন্দুরা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীপূজা করে থাকেন। মা লক্ষ্মী খুব অল্পেতেই সন্তুষ্ট- কিন্তু উপযুক্ত নিয়মাবলী ও কিছু বিধিনিষেধ মেনে দেবীকে আহ্বান জানাতে হয়। 


এবছর কোজাগরী লক্ষ্মীপূজা গতবছরের মতন দুইদিন। ১৯ অক্টোবর ২০২১ সন্ধ্যা ৭ টা ৩ মিনিটে শুরু হয়ে পরের দিন ২০ অক্টোবর রাত্রি ৮ টা ২৬ মিনিটে শেষ হবে।

Kojagara Puja on Tuesday, October 19, 2021
Kojagara Puja Nishita Time - 10:57 PM to 11:46 PM
Duration - 00 Hours 50 Mins
Moonrise on Kojagara Puja Day - 04:36 PM
Purnima Tithi Begins - 07:03 PM on Oct 19, 2021
Purnima Tithi Ends - 08:26 PM on Oct 20, 2021


একটি মন্তব্য পোস্ট করুন

11 মন্তব্যসমূহ

  1. খুব ভালো খবর .. বিশেষ তথ্য পাওয়া গেলো

    উত্তরমুছুন
  2. এবছর লক্ষ্মী পূজার তারিখ আগেই জানিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সংবাদ একলব্যকে।

    উত্তরমুছুন
  3. লক্ষ্মী পূজার তারিখ আগেই জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সংবাদ একলব্যকে।

    উত্তরমুছুন

thanks