আপনার Aadhaar Card আসল না নকল চিনে নিন নিজেই





এই মুহুর্তে আধার কার্ড পরিচয় পত্র প্রমাণের একটি অন‍্যতম ডকুমেন্ট। ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি থেকে সরকারি সুবিধা সকল ক্ষেত্রে আধার কার্ড লাগেই। ফলে নির্ভুল আধার কার্ড অত‍্যন্ত জরুরী।




আসল ভেবে নকল আধার কার্ডকে আগলে রাখছেন? প্রতারকদের ফাঁদে পা দিয়ে অজান্তেই হারিয়ে ফেলছেন পরচিয়পত্রের গোপন নথি ? মাত্র কয়েকটা ধাপ পেরোলে নিজেই বুঝতে পারবেন কোনটা আসল কোনটা নকল।




সম্প্রতি আধার আধার কার্ডের প্রতারণা রুখতে ট্যুইট করে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া(UIDAI) জানিয়েছে, আধার কার্ডকে নিজের প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করার আগে তা যাচাই করে নিন। ১২ সংখ্যার নম্বর মানেই যে সর্বদা আধার হবে বিষয়টা তেমন নয়।https://resident.uidai.gov.in-এই সাইটে গিয়ে মাত্র কয়েকটা ধাপ পেরোলেই বুঝে নেওয়া যাবে আপনার আধার কার্ড নকল নাকি আসল।


আসল না নকল যাচাই করবেন যেভাবে: 


প্রথমে আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট https://resident.uidai.gov.in-এ গিয়ে লগ ইন করুন।

এবার মাই আধার সেগমেন্টে ক্লিক করে ''ভেরিফাই আধার নম্বর''-এ যান।

এখানে ১২ সংখ্যার আধার নম্বর জমা দিন।

এবার ক্যাপচা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এখানে ক্লিক করে কাজ সম্পূর্ণ করুন।

যদি ক্লিক করার পর নতুন পেজ খুলে যায় ও তাতে গ্রাহকের আধার নম্বর দেখা যায় তাহলে আপনার কার্ড আসল।

এখানে আপনার আধার কার্ড নম্বর ছাড়াও বয়স, জেন্ডার ও রাজ্য ছাড়াও আরও বিবরণ দেখাবে।

নতুন পেজে কার্ডের বিবরণ না দেখালে বুঝে যাবেন আপনার আধার কার্ড নকল।