Latest News

6/recent/ticker-posts

Ad Code

আধার কার্ডের বায়োমেট্রিক তথ‍্য সুরক্ষিত রাখতে কি করবেন?

আধার কার্ডের বায়োমেট্রিক তথ‍্য সুরক্ষিত রাখতে কি করবেন?





আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ নথি আধার কার্ড। এই গুরুতৃবপূর্ণ ডকুমেন্টে আপনার নাম, ঠিকানা, পরিচয় সহ রয়েছে বায়োমেট্রিক তথ‍্যও। আর এই তথ‍্য দিয়ে হ‍্যাকার বা প্রতারকদের শিকার হচ্ছেন আধার কার্ড হোল্ডাররা। আপনি যদি সুরক্ষিত থাকতে চান তাহলে লক করতে পারেন আপনার আধার কার্ডের বায়োমেট্রিক তথ‍্য। এখন সেই সুবিধা দিচ্ছে UIDAI ।




আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য লক বা আনলক করার পদ্ধতি:

প্রথমে UIDAI-এর হোম পেজে গিয়ে https://resident.uidai.gov.in/biometric-lock-এ প্রবেশ করুন।

এবার আধার কার্ড সার্ভিসে গিয়ে লক/আনলক বায়োমেট্রিক বাটনে ক্লিক করুন

১২ সংখ্যার আধার কার্ড নম্বর দিন

সিকিউরিটি কোড বা ক্যাপচা টাইপ করে এন্টার করুন

৫ রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস মারফত আপানার কাছে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে

ওটিপি এন্টার করে একটি সিকিউরিটি কি বা নিজের পছন্দমতো পাসওয়ার্ড দিন

আপনাকে 'এনাবেল বায়োমেট্রিক লকিং'-এর এনাবেলে ক্লিক করতে হবে তবে লক হবে আর যদি ডিসাবল করেন তবে আনলক থাকবে।

এই এক ক্লিকেই আপনার বায়োমেট্রিক তথ্য লক বা আনলক হয়ে গেল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code