Aadhaar Card আপডেট করতে কোন ক্ষেত্রে কোন ডকুমেন্ট লাগবে? বিজ্ঞপ্তি জারি করে জানাল UIDAI





এই মুহুর্তে আধার কার্ড পরিচয় পত্র প্রমাণের একটি অন‍্যতম ডকুমেন্ট। ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি থেকে সরকারি সুবিধা সকল ক্ষেত্রে আধার কার্ড লাগেই। ফলে নির্ভুল আধার কার্ড অত‍্যন্ত জরুরী। ফলে আপনি যদি আপনার আধার কার্ড আপডেট করেন তবে কোন কোন ডকুমেন্ট কোন কোন ক্ষেত্রে লাগবে সেই সংক্রান্ত জরুরী নির্দেশিকা জারি করেছে UIDAI।



UIDAI এর তরফে ট্যুইট করে জানানো হয়েছে, আপনি আধার কার্ড আপডেট করতে চাইলে বেশ কিছু ডকুমেন্ট জমা দিতে হবে ৷ এই সমস্ত ডকুমেন্ট আপনার নামে থাকতে হবে৷



আধারে Proof Of Identity-র জন্য ৩২টি ডকুমেন্ট বৈধ হিসেবে মানা হয় ৷ Proof Of relationship-র জন্য ১৪টি ডকুমেন্ট, DOB জন্যের 15 ও Proof of Address (PoA) এর জন্য ৪৫ ডকুমেন্ট বৈধ হিসেবে মানা হয় ৷

দেখে নিন এই ডকুমেন্টের লিস্ট:

Proof Of Relationship

MGNREGA কার্ড

পেনশন কার্ড

পাসপোর্ট

আর্মি ক্যান্টিন কার্ড

DOB Documents

বার্থ সার্টিফিকেট

পাসপোর্ট

প্যান কার্ড

মার্কশিট

SSLC বুক/সার্টিফিকেট

Proof Of Identity (PoI)

পাসপোর্ট

প্যান কার্ড

রেশন কার্ড

ভোটার আইডি

ড্রাইভিং লাইসেন্স

Proof of Address (PoA)

পাসপোর্ট

ব্যাঙ্ক স্টেটমেন্ট

পাসবুক

রেশন কার্ড

পোস্ট অফিস অ্যাকাউন্ট স্টেটমেন্ট

ভোটার আইডি

ড্রাইভিং লাইসেন্স

বিদ্যুতের বিল

জলের বিল