মাঝরাতে প্রেমিকাকে জন্মদিনের উপহার দিতে গিয়ে চুরির অভিযোগে ধোলাই খেলেন প্রেমিক
হাজারহোক প্রেমিকার জন্মদিন বলে কথা-প্রেমিক তাঁর প্রেমিকাকে সারপ্রাইজ না দিয়ে থাকতে পারে! আর এই সারপ্রাইজ দিতে গিয়ে চোর অপবাদে জুটলো বেধম প্রহার। ঘটনাটি বাংলাদেশের সোনাগাজীতে।
স্থানীয় সংবাদ মাধ্যম যমুনা টিভি- থেকে জানা গিয়েছে- ফেনীর সোনাগাজীতে মাঝরাতে প্রেমিকাকে জন্মদিনের উপহার দিতে প্রেমিকার বাড়িতে ঢুকে চুরির অভিযোগে ধরা পড়ে । প্রেমিকার পরিবার প্রেমিক হামিদুর রহমান আজাদকে আটক করে দড়ি দিয়ে বেঁধে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘চোর’ উল্লেখ করে ছড়িয়ে দেয়।
গত রোববার (২৯ আগস্ট) রাতে ফেনী উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার সংলগ্ন পাইকপাড়া গ্রামের তাকিয়া আশ্রাফ আলী কবিরাজের বাড়িতে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকেই মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। মামলার প্রেক্ষিতে প্রেমিক হামিদুর রহমান আজাদ ও প্রেমিকার ভাই দীন মোহাম্মদকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দুইজনকে সোমবার (৩০ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার বগাদানা ইউনিয়নের আবদুল হাইয়ের কন্যা ও এক পুত্রকে প্রায় পাঁচ বছরর আগে থেকে প্রাইভেট পড়াতেন হামিদুর রহমান আজাদ। সে সূত্রে, গত দুই বছর থেকে আবদুল হাইয়ের স্কুল পড়ুয়া কন্যার (নবম শ্রেণি) সাথে আজাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমিকার যোগসাজশে ২৯ আগস্ট রাত দুইটায় ওই ছাত্রীকে জন্মদিনের উপহার দিতে ঘরের ভেতরে ঢোকেন প্রেমিক আজাদ। প্রেমিকার পিতা আবদুল হাই ও তার ভাই দীন মোহাম্মদ টের পেয়ে আজাদকে আটক করে বেধড়ক পিটিয়ে ঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখে। এরপর ছবি তুলে দীন মোহাম্মদের ফেসবুক আইডিতে খুঁটিতে বাঁধা আজাদের ছবি 'চোর' ক্যাপশন দিয়ে পোস্ট করেন।
ফেসবুকে দেয়া পোস্টে তিনি উল্লেখ করেন ‘তাকিয়া বাজারে আশ্রাফ আলী কবিরাজ বাড়িতে ধরা খেয়েছে স্বর্ণ চোর। রাত তিনটায় দরজা ভেঙে ঘরে ঢুকেছে, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ।’
1 মন্তব্যসমূহ
হায়রে অবুঝ প্রেম😂😂😂😂
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊