স্বল্প রানের টার্গেট অতিক্রম করে হায়দ্রাবাদের বিরুদ্ধে সহজ জয় দিল্লির

স্বল্প রানের টার্গেট অতিক্রম করে হায়দ্রাবাদের বিরুদ্ধে সহজ জয় দিল্লির

ipl 2021


তারকা সমৃদ্ধ সানরাইজার্স হায়দ্রাবাদের পরাজয়ের ধারা অব্যাহত আইপিএলের দ্বিতীয় পর্যায়েও। আজ ৩৩ তম ম্যাচে দিল্লির কাছে সহজেই হার মানলো উইলিয়ামসনরা। এখনও পর্যন্ত মাত্র ১টি জয়ের সুবাদে সর্বনিম্ন স্থানে রয়েছে তারা। অপরদিকে আজকের ৮ উইকেটে জয়ের ফলে চেন্নাইকে সরিয়ে শীর্ষে উঠে এলো দিল্লি ক্যাপিটালস।


টসে জিতে প্রথমে ব্যাট করে দিল্লির সামনে বেশি রানের টার্গেট দিতে পারেনি হায়দ্রাবাদ। প্রথম ওভারেই শূন্য রানে ফিরে যান মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার। যদিও দিল্লির বোলারদের সামনে হায়দ্রাবাদের ঋদ্ধিমান সাহা (১৭ বলে ১৮), ক্যাপ্টেন উইলিয়ামসন (২৬ বলে ১৮), মনীশ পান্ডে (১৬ বলে ১৭) রা বড়ো রান করার সুযোগ পাননি। শেষদিকে আব্দুল সামাদ (২১ বলে ২৮) এবং রশিদ খান (১৯ বলে ২২) কিছুটা চেষ্টা করলেও নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রানের বেশি তুলতে পারেনি হায়দ্রাবাদ। দিল্লির হয়ে ৩টি উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। ২টি করে উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল এবং এনরিক নর্তজে। 


জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই পৃথ্বী শা (৮ বলে ১১) এর উইকেট হারালেও দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন শিখর ধাওয়ান (৩৭ বলে ৪২) । তিনি আউট হওয়ার পরে অধিনায়ক রিসভ প্যান্টকে (২১ বলে অপরাজিত ৩৫) সাথে নিয়ে ম্যাচ শেষ করে ফেরেন শ্রেয়াস আইয়ার। ছয় মেরে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ৪৭ রানে অপরাজিত থাকেন তিনি। 


এদিকে আজকের ৪২ রানের সুবাদে আইপিএলের এই মরশুমে সর্বোচ্চ রান (৪২২) সংগ্রাহকের তালিকায় প্রথম স্থানে উঠে এলেন শিখর ধাওয়ান। দ্বিতীয় স্থানে রয়েছেন লোকেশ রাহুল (৩৮০)। 

Post a Comment

thanks