Latest News

6/recent/ticker-posts

Ad Code

COVAXIN এর সঙ্কট- দ্বিতীয় ডোজ নিতে অসুবিধায় সাধারণ মানুষ

COVAXIN এর সঙ্কট- দ্বিতীয় ডোজ নিতে অসুবিধায় সাধারণ মানুষ

vaccine



গত জানুয়ারিতেই ভারতে শুরু হয়েছে গণ টিকাকরণ। প্রথমে প্রথম সারির কোভিড যোদ্ধাদের টিকাকরণ হয়েছে। পয়লা মার্চ থেকে দ্বিতীয় দফায় শুরু হয়েছে টিকাকরণ। এভাবে গণ টিকাকরন কর্মসুচী চলছে। প্রথম অবস্থায় কো-ভ্যাক্সিন এর প্রথম ডোজ নেওয়ার পর ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নেওয়ার কথা বলা হলেও পরবর্তিতে এক নির্দেশিকায় কেন্দ্র জানায় প্রথম ডোজের পর ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে আবার দ্বিতীয় ডোজ নিতে হবে। আর কোভ্যাক্সিনের ক্ষেত্রে ২৮ থেকে ৪০ দিনের মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়ার কথা রয়েছে, যা প্রথম ডোজ নেওয়ার পর শংসাপত্রে উল্লেখ করে দেওয়া হয়। 

২৮ দিন পর কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিতে গিয়ে দিশেহারা হতে হচ্ছে সাধারণ মানুষকে। এমনি অভিযোগ শোনা গিয়েছে কোচবিহারের বাসিন্দাদের মধ্যে। দিনহাটা হাসপাতালে খোঁজ নিয়ে দেখা গিয়েছে - সেখানেও কো-ভ্যাক্সিনের সঙ্কট রয়েছে।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের covid19 helpline নাম্বারে যোগাযোগ করলে তারাও কো-ভ্যাক্সিনের সঙ্কটের কথা জানান, রাজ্যের সর্বত্র এই মুহূর্তে কোভিশিল্ড পর্যাপ্ত পরিমানে থাকলেও কো-ভ্যাক্সিন পর্যাপ্ত পরিমানে নেই বলেই জানিয়েছেন।

প্রসঙ্গত দ্যা হিন্দু সূত্রে জানা যায়- 3.94 লাখ মানুষ কোভাক্সিনের দ্বিতীয় ডোজ মিস করেছে, সঠিক সময়ে নিতে পারেনি। দ্য হিন্দু দুই মাস আগে একই ধরনের বিশ্লেষণ করে দেখিয়েছিল যে জুনের দ্বিতীয় সপ্তাহে 1.41 লক্ষ মানুষ তাদের দ্বিতীয় ডোজ মিস করেছে। ততক্ষণে, রাজ্য প্রথম এবং দ্বিতীয় ডোজ সহ কোভাক্সিনের মোট 16.6 লক্ষ ডোজ দিয়ে দিয়েছিলো। তখন থেকে, 15 আগস্ট পর্যন্ত মোট কোভাক্সিন ডোজের সংখ্যা দ্বিগুণের বেশি 35.6 লক্ষ হয়েছে।ফলস্বরূপ, ছয় সপ্তাহের মধ্যে যারা তাদের দ্বিতীয় ডোজ মিস করেছেন তাদের সংখ্যাও দ্বিগুণেরও বেশি 1.41 লাখ থেকে 3.94 লাখ হয়েছে।

কোভিড-১৯ সম্পর্কিত সর্বশেষ তথ্য
  • ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৫৮ কোটির মাইলফলক ছাড়িয়েছে
  • দেশে গত ২৪ ঘন্টায় ৫২ লক্ষের বেশি টিকাকরণ
  • সুস্থতার হার ২০২০-র মার্চ থেকে এ যাবৎ সর্বোচ্চ ৯৭.৫৭ শতাংশ
  • দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৯৪৮
  • দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৫৩ হাজার ৩৯৮, যা ১৫২ দিনে সর্বনিম্ন
  • সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার দেশে মোট আক্রান্তের ১.০৯ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে এ যাবৎ সর্বনিম্ন
  • দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.৯৫ শতাংশ, যা গত ২৭ দিন ৩ শতাংশের নীচে




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code