কাল থেকে স্বাভাবিক হচ্ছে ব্যাঙ্ক পরিষেবা





কাল থেকে স্বাভাবিক হচ্ছে ব্যাঙ্ক পরিষেবা। আগামীকাল বৃহস্পতিবার থেকে ব্যাঙ্ক পরিষেবা স্বাভাবিক করার ঘোষণা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল থেকে আগের মতোই খোলা থাকবে ব্যাঙ্ক। ১০ টা থেকে ৪ টে পর্যন্ত মিলবে ব্যাঙ্কের পরিষেবা। করোনার কারণে এতদিন দুপুর তিনটে পর্যন্ত মিলছিল পরিষেবা।


এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাকাউন্ট করতে বাড়ছে ব্যাঙ্কের পরিষেবা। বিকেল ৫ টা পর্যন্ত ব্যাঙ্ক খোলা রাখার কথা বলা হবে।" বুধবার পশ্চিম বর্ধমানের পানাগড়ে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বৃহস্পতিবার থেকে আগের মতোই খোলা থাকবে ব্যাঙ্ক। করোনা আবহে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বহাল বিধিনিষেধ। সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত ছিল ব্যাঙ্কের পরিষেবা। সেই বিধিনিষেধই কিছুটা শিথিল করা হল।


এদিকে সামনে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। ফলে কড়া বিধি নিষেধ ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত বহাল রেখেছে রাজ্য সরকার। ফলে ব্যাঙ্ক পরিষেবা বিকেল ৩টা পর্যন্ত মেলার কথা। কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জেরে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে ভিড় জমাচ্ছে মানুষ। তাই ব্যাঙ্ক খোলার সময় সীমা বাড়ানো হল।