বিজেপি কর্মী খুনের ঘটনায় নন্দীগ্রাম এর তৃণমূল নেতা শেখ সুফিয়ান কে তলব সিবিআই এর





পূর্ব মেদিনীপুর,সুজিত মন্ডল




বিজেপি কর্মী খুনের ঘটনায় বৃহস্পতিবার তৃণমূল নেতা সেখ সুপিয়ানকে তলব সি বি আই এর। হলদিয়ার সি পি টি গেষ্ট হাউসে তাকে ডাকা হয়েছে আজ। ভোট পরবর্তী হিংসায় সন্ত্রাসে অগ্নিগর্ভ হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর।



শিরোনামে আসে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের চিল্লগ্রাম। ৩ মে চিল্লগ্রামের বাসিন্দা দেবব্রত মাইতি (৪৯) খুন হন। বিভিন্ন এলাকার সাথে সাথে চিল্লগ্রামে বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ করে ব্যাপক হামলা চালানো হয়। ঘরবাড়ি ভাঙচুর এর পাশাপাশি ব্যাপক মারধর করা হয় বিজেপি কর্মীদের। 



আশঙ্কাজনক অবস্থায় বিজেপি কর্মী দেবব্রত মাইতি কে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তমলুক জেলা হাসপাতালে ও পরে কোলকাতা sskm এ পাঠানো হয়। ১৩ মে তার মৃত্যু হয়। কোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত শুরু করে সি বি আই। ৩১ আগষ্ট নন্দীগ্রামের চিল্লগ্রামে যায় তারা। 



মৃত বিজেপি কর্মী দেবব্রত মাইতির বাড়িতে যায় তারা পাশাপাশি যেখানে তাকে মারধর করা হয় সেই এলাকাও তারা ঘুরে দেখেন। পরপর তিনদিন তারা চিল্লগ্রামে যায়। তদন্তের জন্য সেখ সুপিয়ানকে সিবি আই আজ তলব করেছে।