সামনে উৎসবের মরশুম, একাধিক পদক্ষেপ দিনহাটা ব‍্যবসায়ী সমিতির 

dinhata




দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির পক্ষ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ রাখতে একাধিক ব‍্যবস্থা গ্রহন করা হয়েছিল আগেই। সেই মতোই চলছে দিনহাটা শহরের ব‍্যবসা বাণিজ‍্য। এদিকে আসছে উৎসবের মরুশুম। ফলে একদিকে যেমন ব‍্যবসা বাণিজ‍্য অন‍্যদিকে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এই পরিস্থিতিতে ফের একাধিক জরুরী পদক্ষেপ নিল দিনহাটা ব‍্যবসায়ী সমিতি। 


দিনহাটার মহকুমা শাসকের পৌরহিত্যে দিনহাটা পৌরসভার প্রশাসকের উপস্থিতিতে, পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এবং ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তাদের সাথে আলোচনায় এদিন একাধিক সিদ্ধান্ত গৃহীত হয় এই সিদ্ধান্ত সর্বস্তরের ব্যবসায়ীরা মেনে চলার ও কোভিড বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে ব‍্যবসায়ী সমিতির তরফে। 


আগামীকাল ১লা সেপ্টেম্বর থেকে সকাল ৮ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত সমস্ত ব্যবসা-বাণিজ্য খোলা থাকবে।


৪ঠা সেপ্টেম্বর এবং ১১ সেপ্টেম্বর শনিবার সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ থাকবে। 


১৮ ই সেপ্টেম্বর, ২৫ শে সেপ্টেম্বর, ২রা অক্টোবর, ৯ই অক্টোবর, ১৬ ই অক্টোবর, ২৩ই শে অক্টোবর শনিবার ব্যবসা বাণিজ্য দোকানপাট পূজা উপলক্ষে খোলা থাকবে ৩০শে অক্টোবর থেকে পুনরায় শনিবার ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকবে।


এখন থেকে পুনরায় মঙ্গলবার ব্যবসা-বাণিজ্য খোলা থাকবে।


সমস্ত ক্রেতা-বিক্রেতা মাস্ক ব্যবহার স্যানিটাইজার ব্যবহার এবং দূরত্ব বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।