বিদায় উইন্ডোজ ১০, বাজারে এলো #Windows11
উইন্ডোজ ১০-এর সব ধরনের সাপোর্ট বন্ধের ঘোষণা দিয়েছিলো এর নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট (Microsoft)। মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট (Microsoft) জানিয়েছে, ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে তারা আর উইন্ডোজ ১০-এর কোনো নতুন আপডেট বাজারে আনবে না। এটির নিরাপত্তায় কোনো সাপোর্টও দেবে না। তাহলে ২০২৫ এর পর?
চিন্তার কারন নেই, মাইক্রোসফট (Microsoft) আরও জানিয়েছে- বাজারে আসতে চলেছে ওএএস বা অপারেটিং সিস্টেমের (operating system) নতুন জেনারেশন Windows11।
সম্প্রতি প্রকাশিত এক টিজারে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা এই তথ্য জানিয়েছিলেন। আর আজ সামনে আসলো উইন্ডোজ ১১ (Windows 11) এই কভার । আগামী 5 অক্টোবর বাজারে লঞ্চ হবে এই নতুন ভার্সন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊