লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টের জন্য ব্যাঙ্ক পরিষেবা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal Lakshmi Bhandar Scheme 2021 -এর আবেদন গ্রহণ শুরু হয়েছে 'দুয়ারে সরকার' ক্যাম্পে। এই স্কিমে পরিবারের মহিলা সদস্যদের মাসিক হাত খরচের টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। এর ফলে অ্যাকাউন্ট খুলতে ভিড় জমেছে ব্যাঙ্ক গুলিতেও। একদিকে ভ্যাকসিন, একদিকে দুয়ারে সরকার অন্যদিকে ব্যাঙ্কে লাইন অ্যাকাউন্ট খুলতে। নতুন করে অ্যাকাউন্ট খুলতে বিশাল লম্বা লাইন পড়ছে ব্যাঙ্কে ব্যাঙ্কে। এদিকে আবার করোনা বিধি মেনে ব্যাঙ্কের কাজের সময়সীমা কমেছে ফলে এই কম সময়ে কে আগে অ্যাকাউন্ট খুলবেন, তাই নিয়েই শুরু হচ্ছে দ্বন্দ্ব, বিশৃঙ্খলা।
এই পরিস্থিতিতে ব্যাঙ্কের চাপ কমাতে ও গ্রাহকদের অ্যাকাউন্ট খুলতে যেন সমস্যায় না পড়তে হয় তাই বড় ঘোষণা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাঙ্কের সময়সীমা বাড়ানোর ঘোষণা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, বৃহস্পতিবার থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক।
অ্যাকাউন্ট খুলতে এসে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার ও কর্মীদের হেনস্থা ও মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। এই পরিস্থিতিতে আরও কিছুটা শিথিল করা হল করোনা-বিধি। বুধবার পশ্চিম বর্ধমানের পানাগড়ে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বৃহস্পতিবার থেকে আগের মতোই খোলা থাকবে ব্যাঙ্ক। করোনা আবহে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বহাল বিধিনিষেধ। সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত ছিল ব্যাঙ্কের পরিষেবা। সেই বিধিনিষেধই কিছুটা শিথিল করা হল।
1 মন্তব্যসমূহ
ভালো খবর
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊