জম্মু-কাশ্মিরে বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই পাইলট

Army chopper crashes at Udhampur, 2 pilots succumb



জম্মু-কাশ্মিরের উধমপুরে একটি পাহাড়ের ওপর ভেঙে পড়েছে ভারতের বিমান বাহিনীর একটি হেলিকপ্টার। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় ঘটে এ দুর্ঘটনা।


ওই বিমানে থাকা দু’জন পাইলট মেজর রোহিত কুমার ও মেজর অনুজ রাজপুত প্রাণ হারিয়েছেন। দু’জনই মেজর পদে দায়িত্বরত ছিলেন। ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সময় স্থানটিতে টহল দিচ্ছিলেন তারা। একটি টুইট প্রকাশ করে নিহত দুই সেনা সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী।

বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটির একটি ছবিও প্রকাশ করেছে বিমানবাহিনী। সেখানে দেখা যাচ্ছে, পাহাড়ের একটি খাদে চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়ে আছে হেলিকপ্টারটি। তবে এ দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।