পুলিশি জুলুমবাজির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ডেপুটেশন
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :-
পুলিশি জুলুমবাজির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল হুগলি ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার হুগলির ডানকুনি টোল প্লাজা থেকে খালি লড়ি নিয়ে মিছিল করে বর্ধমানের নবাবহাটে এসে পৌঁছায় ট্রাক মালিকরা। তাদের অভিযোগ পুলিশ, এম ভি আই, ডাকপার্টির অত্যাচারে বহু ট্রাক মালিক ট্রাক চালানো বন্ধ করে দিয়েছে। তাদের জোর করে ওভারলোড করাতে বাধ্য করছে এই সকল দপ্তরের কর্মীরা।
সম্প্রতি আমাদের রাজ্যে এক্সেল লোড বৃদ্ধি পেয়েছে। অভিযোগ তার পরেও কিছু আসাধু পুলিশকর্মী ও পুলিশের ডাকপার্টি জোর করে ট্রাক ড্রাইভারদের ওভারলোড করতে বাধ্য করছে। ওভারলোড না করলে তাদের বিভিন্ন অজুহাতে অত্যাধিক হারে ফাইন করা হচ্ছে।
ইতিমধ্যেই এই বিষয় নিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রীকেও জানিয়েছে ট্রাক মালিকরা। কিন্তু তাতে সমস্যা মেটেনি। তারা চাইছে মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করুক বিষয়টিতে। মুখ্যমন্ত্রী ভোটের আগে বলেছিলেন আমি ২৯৪টি আসনে আমি প্রার্থী, আমাকে ভোট দিন। আমরা ওনাকে ভোট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের জন্য কিছু করেননি বলে অভিযোগ করেন ট্রাক মালিকরা।
তারা চাইছেন লোডিং পয়েন্ট থেকে আন্ডার লোড করে গাড়ি বার করা হোক। মুখ্যমন্ত্রী চাইলে একদিনের মধ্যে এই অত্যাচার বন্ধ করতে পারেন। কিন্তু তিনি করছেন না। ট্রাক মালিকদের দাবি অবিলম্বে মুখ্যমন্ত্রী বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ করুক এবং ট্রাক ড্রাইভারদের এই যন্ত্রনা থেকে মুক্তি দিক।

2 মন্তব্যসমূহ
তদন্ত প্রয়োজন
উত্তরমুছুনImportant news.
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊