বর্ধমানে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস




সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :- 

বর্ধমান জেলা জাহেরের পক্ষ থেকে মহাসমাহরে বর্ধমানে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস।

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ৯ আগষ্ট সোমবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে বর্ধমান সংস্কৃতি লোকো মঞ্চের সামনে সিধু কানহুর মূর্তিতে মাল্যদান করেন সভাপতিপতি শম্পা ধারা,সহ সভাধিপতি দেবু টুডু সহ জেলা পরিষদের মেন্টর ও কর্মাধ্যক্ষরা।

এছাড়া বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বর্ধমান জিলা জাহেরের পক্ষ থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ জন দের নিয়ে একটি শোভাযাত্রা বের করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাপতি দেবু টুডু।বর্ধমান সার্কাস ময়দান থেকে শোভাযাত্রাটি বেরহয় শেষ হয় বর্ধমান সাংস্কৃতিক লোকো মঞ্চের সামনে।


সিধু কানহুর গলায় মাল্য দানের পর সভাধিপতি শম্পা ধারা বলেন এর মূলত কারন হলো পিছিয়ে পড়া মানুষদের জন্য মুখ্য যে উন্নয়ন গুলো করেছেলে সেই সমস্ত প্রকল্প গুলো তাদের কাছে পৌঁছে দেওয়া। গোটা বিশ্বের আদিবাসী সমাজ এই বিশ্ব আদিবাসী দিবস পালন করছেন।মুখ্যমন্ত্রীর নির্দেশ মত গোটা রাজ্যের প্রতিটি জেলায় আজ বিশ্ব আদিবাসী দিবস পালন হচ্ছে বলে জানান সহ সভাপতি দেবু টুডু।