রাজ্যের স্কুলগুলির অবস্থা জানতে রিপোর্ট তলব হাইকোর্টের 



রাজ্যের স্কুলগুলির অবস্থা জানতে রিপোর্ট তলব হাইকোর্টের। রাজ্যের স্কুলগুলির কী অবস্থা? স্কুলগুলিতে পড়ুয়া পিছু কত শিক্ষক-শিক্ষিকা রয়েছেন? জানতে চেয়ে রাজ্যকে রিপোর্ট জমা দিতে বলল হাইকোর্ট। তথ্য ছাড়াই কি স্কুল চালাচ্ছে রাজ্য? যদি চলে তবে তা বিস্ময়কর! সরকারি স্কুলে শিক্ষকের অভাব সংক্রান্ত একটি মামলায় এমনই প্রশ্ন আদালতের। আদালতের বেঁধে দেওয়া সময়ের থেকে বেশি সময় চাওয়ায় রাজ্য সরকারের কড়া সমালোচনা করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।


বাঁকুড়ার ওন্দার ২টি স্কুলে শিক্ষক-শিক্ষকার সংখ্যা কম বলে অভিযোগ ওঠার পর মামলা হয় আদালতে। সোমবার মামলার শুনানিতে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ, জানতে চায়, রাজ্যের সরকারি স্কুলগুলির কী অবস্থা? স্কুলগুলিতে পড়ুয়া পিছু কত শিক্ষক-শিক্ষিকা রয়েছেন?এক সপ্তাহর মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে রাজ্যকে।


এদিকে রাজ্যের তরফে সময় বেশি চাওয়া হয়। এক সপ্তাহের জায়গায় চার সপ্তাহ সময় চায় রাজ্য। তাতেই, পাল্টা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল বলেন, তথ্য ছাড়াই স্কুল চালাচ্ছে রাজ্য?এর জন্য একটা দিনই যথেষ্ট। যদি সেই তথ্য যদি না থাকে, তাহলে সেটা বিস্ময়কর।