Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তমপুর নিবেদিতা সেবা নিকেতন এর পক্ষ থেকে 75 তম স্বাধীনতা দিবস উদযাপন

উত্তমপুর নিবেদিতা সেবা নিকেতন এর পক্ষ থেকে 75 তম স্বাধীনতা দিবস উদযাপন




পূর্ব মেদিনীপুর সুজিত মন্ডল



পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকে উত্তমপুর নিবেদিতা সেবা নিকেতন এর উদ্যোগে 75 তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মদক্ষ শেখ শাহাজান আলী। উপস্থিত ছিলেন ময়নার বিশিষ্ট সাংবাদিক ফণিভূষণ পাত্র , অসিত বেরা, যাদব বেরা, বিশিষ্ট সমাজসেবী এমডি নুর আলম ।


উত্তমপুর নিবেদিতা সেবা নিকেতন বিশিষ্ট সমাজসেবী নিমাই জানা বলেন আজ 75 তম স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় ও বয়স্ক মানুষদের হরলিক্স বিতরণ করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন স্কুল, কলেজ, এনসিসির ছাত্রছাত্রীরা সহ এলাকার জনসাধারণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code