সেনাকর্তার চেয়েও ভাল মার্চ করেন ধোনী, স্বীকারোক্তি কর্নেলের




টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী। সেই মহেন্দ্র সিংহ ধোনির মার্চ রীতিমতো চমকে দিয়েছে উচ্চপদস্থ সেনাকর্তাকেও। সেনাকর্তা মনে করেন ক্রিকেট মাঠের পেশাদার কেউ একজন সেনাকর্তার চেয়েও ভাল মার্চ করেন! সেনাবাহিনীর কর্নেল ভেম্বু শঙ্কর এমনটাই জানালেন।



তিনি বলেছেন বলেছেন, 'ধোনি আর সশস্ত্র সেনাবাহিনী সমার্থক। ধোনির পদ্মভূষণ পাওয়ার দিনটি মনে পড়ছে। আমার কাছে জানতে চেয়েছিল ওর ইউনিফর্ম সেনাবাহিনীর রীতি অনুযায়ী হয়েছে কি না। দুর্দান্ত মার্চ করেছিল। সেনাবাহিনীতে ২০ বছর কাজ করেও আমি অত ভাল মার্চ করতে পারি না।'



প্রসঙ্গত, সেনাবাহিনীর প্রতি ধোনির টান এবং শ্রদ্ধা সর্বজনবিদিত। তাঁর ব্যাগে সেনাবাহিনীর ইউনিফর্মের জংলা ছাপ। এমনকি চেন্নাই সুপার কিংসে জার্সিতে কাঁধে রয়েছে জংলা ছাপ। ধোনির পরামর্শেই হলুদ জার্সিতে যুক্ত হয়েছিল। এমনকি রাষ্ট্রপতির হাত থেকে পদ্মভূষণ নেওয়ার সময় সেনাবাহিনীর ইউনিফর্ম পরেছিলেন ধোনি। মার্চ করে মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করেছিলেন।



আজ, ১৫ অগাস্ট, ২০২১, আন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিংহ ধোনির অবসরের এক বছর পূর্তি। ২০২০-র ১৫ই অগাস্ট সন্ধে ৭টা বেজে ২৯ মিনিটে সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়ে দিয়েছিলেন, ১৫ অগাস্ট সন্ধে ৭টা ২৯ থেকে যেন তাঁকে অবসরপ্রাপ্ত হিসাবে বিবেচনা করা হয়।আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে আচমকা পর্দা টেনে সকলকে স্তম্ভিত করে দিয়েছিলেন ক্যাপ্টেন কুল।



ভারতের অধিনায়ক হিসাবে জোড়া বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ক্রিকেটার তিনি। তাঁর ব্যাটিং ঘরানা যেমন ছিল ছক ভাঙা। বহু কঠিন ম্যাচে দায়িত্ব নিজের কাঁধে তুলে ভারতকে জিতিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটেও তাঁর অবদান ছিল মনে রাখার মত। জাতীয় দলের জার্সিতে ২০১৯ সালের ৯ জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল।