উল্টো পতাকা উত্তোলন করছিলেন বিমান, বুঝতে পেরে তড়িঘড়ি পরিস্থিতি সামাল দেন সেলিম
স্বাধীনতা দিবসে প্রথমবার জাতীয় পতাকা উঠলো সিপিআইএম সদর দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে। আর প্রথমবারেই ঘটল বিপত্তি। উল্টো জাতীয় পতাকা তুলতে গিয়ে সমালোচিত সিপিআইএম। দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে আলিমুদ্দিন স্ট্রিটে উল্টো পতাকা উত্তোলন করতে যাচ্ছিলেন বিমান বসু। কিন্তু তৎক্ষনাত ভুল বুঝতে পারেন মহম্মদ সেলিম। এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন। দ্রুত পতাকা নামিয়ে তা উল্টে সোজা করে উত্তোলন হয় পতাকা।
সিপিএমের রাজ্য কমিটির বেশ কয়েকজন সদস্যের উপস্থিতিতে রবিবার রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ পতাকা উত্তোলনের কর্মসূচির সময়েই ঘটে এই বিপত্তি। বেজায় অস্বস্তিতে পড়েন সিপিএমের রাজ্য নেতারা। তবে ভুল শুধরে ঠিকভাবে পতাকা উত্তোলন হওয়ায় কিছুটা স্বস্তিতে সিপিআইএম। এ বার থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস পালন করবে সিপিআইএম বলেই জানান বিমান বসু।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊