উজ্জ্বালা গ্যাস প্রকল্প কাজ করতে গিয়ে বাঁধা প্রাপ্ত
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর:-
কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী প্রকল্প হল উজ্জ্বালা গ্যাস প্রকল্প। এর মাধ্যেমে বিনামূল্যে গ্যাস কানেকশন পাবে জনসাধারণ। এই প্রকল্পের কাজ করতে গিয়ে মেমারীতে বাঁধা প্রাপ্ত হয়েছে গ্যাস এজেন্সির সদস্যরা। তারা জানান এলাকার কিছু নেতারা তাদের ওপর চড়াও হয়।
এবিষয়ে মেমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এজেন্সির পক্ষ থেকে। তাদের অভিযোগ, মেমারীতে থাকা অন্য একটি গ্যাস এজেন্সি কর্তৃপক্ষ গ্রামে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা প্রচার চালায় উজ্জ্বালা গ্যাস প্রকল্প নিয়ে। এই প্রকল্পের মাধ্যেমে গ্যাস কানেকশন দিতে গেলে তাদের মারধর করা হয় এবং কেরে নেওয়া হয় সঙ্গে থাকা মেসিনপত্র। মেমারী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।
বিজেপি পক্ষ থেকে দাবী, উজ্জ্বালা গ্যাস প্রকল্প দেশের জনগনের জন্য। আমরা চাই এই সুবিধা সকলে যেন পায়। এতে বাঁধা দেওয়ার অধিকার কারোর নাই। পাশাপাশি বিজেপি জেলা কনভেনার কল্লোল নন্দন জানান বিভিন্ন জায়গা দুয়ারে সরকার কর্মসূচি চলছে এতে কোনো বাধা দিচ্ছে না কোন এলাকার প্রভাবশালী নেতা,আর বাধা দেয়া উচিতও নয়, কারণ মানুষ সুবিধা পাচ্ছে এই কর্মসূচিতে, কিন্তু উজালা প্রকল্প কর্মসূচি চলছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেখানে কেন বাধার সৃষ্টি করা হচ্ছে ,তার মানে কি শুধুমাত্র রাজ্য সরকার পক্ষ থেকেই যা কর্মসূচি চলছে মানুষের পরিষেবা দেবার সেটা কি চলবে, কেন্দ্রীয় সরকার মানুষের কোন সুবিধা দিতে পারে না এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি জেলার কনভেনার কল্লোল নন্দন। সমস্ত বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূলের মুখপাত্র বর্ধমান জেলার প্রসেনজিৎ দাস।
1 মন্তব্যসমূহ
ভালো কাজে বাধা দেওয়া উচিত নয়।।
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊