Bridal Look -এ মোহময়ী কৃতি শ‍্যানন 




বলিউডে সাফল‍্যের শীর্ষে রয়েছেন কৃতি শ‍্যানন। একাধিক সিনেমা থেকে গানের ভিডিও সবেতেই তিনি নজর কেড়েছেন দর্শকদের





সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী। সম্প্রতি বিয়ের নে সাঁজে ছবি শেয়ার করেছেন তিনি। মনীষ মালহোত্রার ফ্যাশনে সোশ্যাল মিডিয়া কাঁপালেন তিনি ৷





মনীশ মালহোত্রার নকশা করা পোশাকে সবারই নজর কেড়েছেন কৃতি শ্যানন ৷ ফিল্মি কায়দায় অ্যামব্লিশড করা ল্যাহেঙ্গায় গহনা পড়ে বিয়ের কনে সেঁজে ঝড় তুলেছেন কৃতি।





রুপোলি রঙের ল্যাহেঙ্গায় তিনি কাঁপিয়েছেন সোশ্যাল মিডিয়া ৷ আর সেই পোশাকে একদম সেক্সিও লাগছে তাঁকে। 




চিরাচরিত প্রথার পোশাকেই কৃতি শ্যানন (Kriti Sanon Instagram Viral) অত্যন্ত মোহময়ী একই সঙ্গে আকর্ষণীয় ৷ তারপর এবার ব্রাইডাল লুক যেন পুরুষের বুকে বাসা বাঁধলেন।