Latest News

6/recent/ticker-posts

Ad Code

শাসক দলের খন্ডযুদ্ধে আতঙ্কিত শহরবাসী

শাসক দলের খন্ডযুদ্ধে আতঙ্কিত শহরবাসী





সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর:-


বর্ধমানে প্রতিনিয়ত শাসক দলের গোস্টি কোন্দলে আতঙ্কিত স্থানীয় মানুষ জন।বৃহস্পতিবার রাতে ফের ২৭ নং ওয়ার্ডের লিচু তলা তৃণমূল পার্টি অফিসে ভাংচুরের ঘটনায় অভিযোগের আঙ্গুল ওঠে শাসক দলেরই অপর গোষ্ঠির বিরুদ্ধে।


বিধানসভা নির্বাচনের পর থেকেই গোটা রাজ্যের সাথে সাথেও পূর্ব বর্ধমান জেলাতেও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে শাসক দলের গোষ্ঠি সংঘর্ষ। কোথাও পাড়া দখল তো কোথাও আবার ক্লাব ঘড় দখলকে কেন্দ্র করে প্রতিদিনই বর্ধমান শহরে চলছে শাসক দলের খন্ডযুদ্ধ।


রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৃণমূলকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর হাত শক্তিশালী করতে চেয়ে ছিলো রাজ্যবাসী।তৃণমূল কংগ্রেস রাজ্য শাসনের পর থেকেই বর্ধমান শহরে শাসক দলের গোষ্ঠী সংঘর্ষ বড়াহমান।শাসক দলের গোষ্ঠী সংঘর্ষে জেরে রাতের ঘুম উঠেছে স্থানীয় মানুষ জনদের।শাসক দলের খণ্ডযুদ্ধ নিয়ন্ত্রণে আনতে রীতিমত হিমসিম খাচ্ছে জেলা প্রশাসন।


সাম্প্রতিক দিন কয়েক আগে বর্ধমান পৌরসভায় নব নির্বাচিত বোর্ডের ভাইস চেয়ারম্যান আইনূল হকের বিরুদ্ধে আন্দোলন করেন শাসক দলেরই আইনূল বিরোধী, খোকন গোষ্ঠী  আবদুল রব, মিঠু সিং।বৃহস্পতিবার রাতে ফের ২৭ নং ওয়ার্ডের লিচু তলা তৃণমূল পার্টি অফিসে ভাংচুর ঘটনায় অভিযোগের আঙ্গুল ওঠে শাসক দলেরই অপর গোষ্ঠির বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির হন বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী।পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code