পুলিশকে হুমকি দিয়ে বিতর্কে দিলীপ ঘোষ
পুলিশকে হুমকি দিয়ে বিতর্কে দিলীপ ঘোষ। আগাগোড়া বিতর্কের কেন্দ্রবিন্দুতেই থাকেন তিনি। বিতর্কের সমস্ত গণ্ডি পেরিয়ে পুলিশকে হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআই তদন্ত নিয়ে তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ‘আমরা আদালতে গিয়েছিলাম। আদালত আমাদের আকুতিকে স্বীকার করেছে। মানুষের জয় হয়েছে।’
এখানেই থামেননি তিনি। সুর চড়িয়ে হুঁশিয়ারি দিলেন পুলিশকে। তাঁর হুশিয়ারি ‘চামচা পুলিশ অফিসাররা, যারা আমাদের চমকেছে, মা–বোনেদের অত্যাচারের রিপোর্ট লেখেনি, আমি বলছি তোমার উর্দি খোলার দিন চলে এসেছে। বাকি জীবন বাড়িতে বিশ্রাম করতে হবে। কাউকে গরু চড়াতে হবে, কাউকে আনাজ চাষ করতে হবে।’
এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নিমেষেই। বিতর্কে তোলপাড় রাজ্য–রাজনীতি।উল্লেখ্য, বিজেপির ‘শহিদ সম্মান যাত্রা’ কর্মসূচিতে যোগ দিতে মেদিনীপুরে দিলীপ ঘোষ হুমকি দেন, ‘ক্ষতিপূরণ–সহ নাকখত দিতে হবে রাজ্য সরকারকে। তালিবানি রাজত্ব পশ্চিমবঙ্গে চলবে না।’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊