ফের ধৃত সরকারি ১০২ এম্বুলেন্স এর চালক
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :-
ফের টাকার লোভে প্যাসেঞ্জার তুলে পুলিশের হাতে ধৃত সরকারি ১০২এম্বুলেন্স এর চালক। রাতে বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর এলাকায় বর্ধমান কাটোয়া রোডের উপর অ্যাম্বুলেন্সে যাত্রী নিয়ে যেতে দেখেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। পুলিশ অ্যাম্বুলেন্সকে আটকালে ভিতরে থাকা চার পাঁচজন যাত্রী দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সটিকে আটক করে বর্ধমান থানার পুলিশ। গ্রেফতার করা হয় অ্যাম্বুলেন্স চালক নন্দন বৈরাগ্যকে।
উলেখ্য, গত ৫ই আগষ্ট বর্ধমানের কার্জনগেট চত্ত্বরে ১০২ নং সরকারি এম্বুলেন্স আটক হয়। মুর্শিদাবাদের চাঁদে মোড় এলাকা থেকে ১০ জন যাত্রীকে নিয়ে ডানকুনি যাবার উদ্দ্যেশ্যে রওনা দিলে বর্ধমানে আটকায় পুলিশ। গ্রেফতার হয় অ্যাম্বুলেন্স চালক। সরকারি অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহনের ঘটনার নিন্দা করেছেন বর্ধমানের মানুষজন। পাশাপাশি যেসকল মানুষজন রাতে কাজ করে তাদের জন্য প্রসাশন বিকল্প যাতায়াতের ব্যবস্থা করুক না হলে তাদের অনেক সমস্যার মধ্যে পরতে হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দা নুরুল আলম।
এই ঘটনা আবার প্রমান করলো যে টাকার লোভে অ্যাম্বুলেন্সে যাত্রী বহন করার ঘটনা এখনও অব্যাহত জেলায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊