পঞ্চায়েত দফতরের পাশাপাশি ক্রেতা সুরক্ষা দফতরও সামলাবেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়





পঞ্চায়েত দফতরের পাশাপাশি ক্রেতা সুরক্ষা দফতরও সামলাবেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর তৃতীয়বার বাংলার মসনদ দখলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারে পঞ্চায়েত দপ্তরের দায়িত্ব পেয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। এদিকে, ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী করা হয়েছিল সাধন পান্ডেকে। কিন্তু, বেশ কিছুদিন ধরেই অসুস্থ সাধন পাণ্ডে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার উপরে সদ্য প্রয়াত হয়েছেন ক্রেতা সুরক্ষা দফতরের সচিব অর্ণব রায়।




হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার উপরে সদ্য প্রয়াত হয়েছেন ক্রেতা সুরক্ষা দফতরের সচিব অর্ণব রায়। দফতরে প্রশাসনিক সঙ্কট তৈরি হয়। দফতরের কাজ কর্ম নিয়ে সবাই চিন্তিত। সে কারণে তড়িঘড়ি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের উপরে ক্রেতা সুরক্ষা দফতরের অতিরিক্ত দায়িত্ব বর্তেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় রাজ্যপালের সিলমোহর-‌সহ নবান্নের স্বরাষ্ট্র দফতর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে পঞ্চায়েত দফতরের পাশাপাশি ক্রেতা সুরক্ষা দফতরও সামলাবেন সুব্রত মুখোপাধ্যায়।




২০ জুলাইয়ের রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সাধনবাবু।বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করানো হয়। তারপর থেকে টানা ভেন্টিলেশনে ছিলেন তিনি। আপাতত অনেকটাই সুস্থ রয়েছেন সাধনবাবু। তবে এখনও তাঁর কথায় জড়তা না কাটায় স্বাভাবিকভাবে কথা বলতে পারছি না-‌তিনি। এই অবস্থায় দফতরের কাজ চালাতে সুব্রত মুখোপাধ্যায়ের উপরেই ক্রেতাসুরক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।