শিশুদের সাথে জন্মদিন পালন করল সোমাশী
নিজস্ব সংবাদদাতা, শচীন পাল:-
রবিবার ছিল গড়বেতার স্বেচ্ছাসেবী সংস্থা সিভিল আর্মি গ্রুপের সক্রিয় সদস্যা সোমাশী দাস ঘোষ ওরফে ডিম্পির জন্মদিন।বাড়িতে সেলিব্রেট না করে ডিম্পি তার জন্মদিনটি কাটাতে চেয়েছিলো একটু অন্যরকম ভাবে।বাড়ির চার দেওয়াল,আলো,সেলিব্রেশন এই সবের বাইরে সামাজের কিছু অসহায় বাচ্চাদের সাথে।তাই রবিবার ডিম্পির জন্মদিন উপলক্ষে রাধানগর গকনবাঁদী গ্রামের ৬০ জন বাচ্চাদের মধ্যে ফল,চকলেট,বিস্কুট,কেক,স্যাকস,ভুজিয়া,বেলুন বিতরণ করা হলো।
এদিনের কর্মসূচিতে পোগ্রামে উপস্থিত আমলাগোড়া ৯ নং অঞ্চল প্রধান পূর্নিমা চৌধুরী,প্রাক্তন ক্রীড়াবিদ ও আলোর জোয়ার পত্রিকার সম্পাদক শ্যামল কুমার সাহা,আমলাগোড়ার পঞ্চায়েত পলি রজক,বিশিষ্ট সমাজসেবী সৌমেন দত্ত,সমাজসেবী ও শিক্ষক অভয় মিশ্র, সমাজসেবী আলোক দে, জয়ন্ত দাস, বিনোদ সিং,কৌশিক দাস সহ অন্যান্যর বিশিষ্ট জনেরা।এছাড়া উপস্থিত ছিলেন সিভিল আর্মি গ্রুপের সদস্য ও সদস্যারা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊