কাস্টম অফিসার সেজে কাঠ পাচার করতে গিয়ে সালুগাড়া রেঞ্জের হাতে আটক সাত 



মালবাজার,জয়ন্ত বর্মন



এবার জলপাইগুড়ি জেলায় ভূয়ো কাস্টম আধিকারিক সেজে জঙ্গল থেকে অবৈধ ভাবে সেগুন কাঠ গাড়িতে নিয়ে যাওয়ার সময় সালুগাড়া রেঞ্জের আধিকারিক সঞ্জয় দত্তের হাতে ধরা পড়লেন এই পাচারকারীরা।

ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ১.৩০ মিনিট নাগাদ। প্রথমে পরিচয় জানতে চাইলে নিজেদেরকে কাস্টম অফিসার বলে পরিচয় দিয়ে আগেভাগে বাঁচতে চেয়েছিল এই কাঠচোররা

পরনে সরকারি পোশাক দেখলে মনে হবে,কাস্টমস আধিকারিক কিন্তু তদন্তের পর ধরা পড়ে যায় যে এরা জঙ্গল লুন্ঠানকারী।

এই চক্রের পান্ডা অভিমন্যু মাঝি ও দেবাশীষ ধর সহ সাত জন কে আটক করেছে সালুগারা রেঞ্জের আধিকারিকেরা।

সাথে একটি স্কোরপিও সহ ২২টি সেগুন কাঠের লক বাজায়াপ্ত করে বন বিভাগ, সেই কাঠের লক নিয়ে আসা হয় রেঞ্জ অফিসে। ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলার পর রিমান্ডে নিয়ে এই চক্রের হদিশ বের করতে চায় স্পেশাল টাস্কফোর্স।

তবে এই ঘটনার পর আবারো তদন্তে নামবেন রেঞ্জের আধিকারিকেরা এমনটাই জানা গেছে।