সরকারি নির্দেশ মতো পর্যটন ব্যবসা চালাতে জরুরী বৈঠক
মেটেলি, জয়ন্ত বর্মন
সরকারি নির্দেশ মেনেই যাতে পর্যটন ব্যাবসা চলে সেই বিষয়ে বৈঠক করা হল। সোমবার জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লক প্রশাসন রিসোর্ট মালিকদের সংগঠনদের নিয়ে গরুমারা টুরিসাম ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাথে বৈঠক করে। এদিন লাটাগুড়ি একটি বেসরকারি রিসোর্টে হয় ওই বৈঠক।
উপস্থিত ছিলেন মেটেলির বি.ডি.ও বিপ্লব বিশ্বাস,মেটেলি থানার আই.সি নিলাম সঞ্জীব কুজুর,মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি বিক্রম রুনডা। রাত ৯ টার পর যাতে রিসোর্টে থাকা পর্যটকরা রিসোর্ট থেকে বাইরে বের না হয় সেই কথা বলা হয় এদিন।এছাড়াও রিসোর্টে আসা পর্যটকদের ভ্যাকসিনের দুটো ডোস,RT-PCR অথবা রেপিড অ্যান্টিজেন টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে পারলে তবেই তারা পর্যটন কেন্দ্রে ঢুকতে পারবেন। এছাড়াও পর্যটক ব্যবসার উন্নয়নের জন্য নানান বিষয়ে আলোচনা করা হয় বৈঠকে।
বৈঠকের পর সংগঠনের সম্পাদক দেবকমল মিশ্র বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।পর্যটকদের সরকারি ভাবে করোনা টেস্ট করা সহ মূর্তির বেহাল রাস্তা সংস্কার,সৌন্দর্যায়ন,বিদ্যুতিক সমস্যা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এইসব যাবতীয় বিষয়ে প্রশাসনের কর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি বিক্রম রুনডা বলেন, সরকারি নির্দেশ মতো পর্যটক ঢোকানো,নাইট কারফিউ ও পর্যটকদের বাইরে বের না হয়। পাশাপাশি রিসোর্ট মালিকেরা তাদের যাবতীয় সমস্যার কথা তুলে ধরেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊