লক করা হল কংগ্রেসের অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট
কেবল রাহুল গান্ধী নন এবার লক করা হল কংগ্রেসের অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট। আরও ৫ কংগ্রেস নেতার ট্যুইটার অ্যাকাউন্ট লক করা হয়েছে বলেই জানা যাচ্ছে। এমনই অভিযোগ কংগ্রেসের।
অভিযোগ, কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মাকেন, কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা, কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর, মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব ও অসমের ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আলওয়ারের ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
ফেসবুকে কংগ্রেসের বার্তা, " আমাদের নেতাদের জেলে রাখা হয়েছিল, তখনও আমরা ভয় পেতাম না। ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করা নিয়ে আমরা কী ভয় পাব। আমরা কংগ্রেস, জনগণের জন্য আমাদের বার্তা, আমরা লড়াই করব এবই লড়াই চালিয়ে যাব।"
দিল্লির নাবালিকা ধর্ষণ কাণ্ড নিয়ে আওয়াজ তোলেন রাহুল গান্ধী। এরপরেই তাঁর টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। ওল্ড নাঙ্গাল গ্রামে খুন করার পর নির্যাতিতার পরিবারকে চাপ দিয়ে দেহ দাহ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান রাহুল গাঁধী। তিনি সেই ছবি পোস্টও করেন। এরপরেই রাহুল গাঁধীর ট্যুইটার অ্যাকাউন্ট প্রথমে সাসপেন্ড ও পরে এটি লকড করে দেওয়া হয়।
অজয় মাকেন, রণদীপ সুরজেওয়ালা, মণিকম ঠাকুর, সুস্মিতা দেব ও জিতেন্দ্র সিং আলওয়ারের অ্যাকাউন্ট লক করে দেওয়া প্রসঙ্গে দলের তরফে আরও বলা হয়, ধর্ষিতা এবং তাঁর পরিবারের বিচারের জন্য আওয়াজ তোলা যদি অপরাধ হয, তবে এই অপরাধ আমরা আরও শতবার করব।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊