বদল হোক নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নাম, খেলরত্নের নাম পরিবর্তনের পর চাইছে নেটিজেনদের একাংশ
ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কার(Khel Ratna Award)। সেই সম্মানের নাম পরিবর্তন করলো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজীব গান্ধীর পরিবর্তে খেলরত্ন সম্মানের সামনে বসল মেজর ধ্যানচাঁদের নাম। এখন থেকে খেলরত্ন পুরষ্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরষ্কার হিসাবে ডাকা হবে।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন নাগরিকদের অনুরোধ সাড়া দিয়ে খেলরত্ন পুরস্কার মেজর ধ্যানচাঁদের নামে করা হল। আর এরপরেই অনেকেই এই পদক্ষেপ কুর্নিশ জানিয়েছেন আবার তৈরি হয়েছে সমালোচনাও। একদল নেটিজেনরা বলছেন,'খেলরত্ন একজন ক্রীড়াবিদের নামে হওয়া উচিত। যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন মোদীজি।' তো অন্যদল প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের পর গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নাম বদলের দাবি তুলেছেন।
আমদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামকে নতুন রুপে সাজিয়ে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে পরিণত করে নাম পালটে নরেন্দ্র মোদীর নামে করা হয়েছে। খেলরত্নের সঙ্গে ধ্যান চাঁদ জুড়তেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নামবদলের দাবি উঠল। সাধারন নেটিজেনরা ছাড়াও শ্লেষের সুরে টুইট করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানও। তিনি টুইট করেছেন,'দারুণ পদক্ষেপ। খেলোয়াড়রা স্বীকৃতি পাচ্ছেন। তাঁদের নামে পুরস্কারের নামকরণ হচ্ছে। আশা করি আরও অনেক কিছু ঘটবে ক্রীড়াক্ষেত্রে। ভবিষ্যতে যেন ক্রীড়া স্টেডিয়াম খেলোয়াড়ের নামেই নামকরণ করা হয়।'
দিল্লির ফিরোজ শাহ কোটলা ২০১৯ সালে অরুণ জেটলির নামে করা হয়েছে সেই প্রসঙ্গও টেনে ধ্রুব রাঠি টুইট করেছেন, 'রাজীব গান্ধী খেলরত্ন হয়েছে মেজর ধ্যান চাঁদ খেলরত্ন। অসাধারণ সিদ্ধান্ত মোদী সরকারের। আশা করছি, নরেন্দ্র মোদী স্টেডিয়াম ও জেটলি স্টেডিয়ামেরও নামবদল হবে। সমস্ত রাজনীতিবিদদের নাম সরিয়ে দেওয়া হোক।'
নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নামকরণ ক্রীড়াবিদের নামে করা উচিত বলে দাবি করেছে করেছে নেটিজেনদের একাংশও। প্রসঙ্গত দেশের অধিকাংশ স্টেডিয়ামের নামই বিভিন্ন রাজনৈতিক নেতাদের নামে নামাঙ্কিত। যেমন আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, নভি মুম্বইয়ে ডিওয়াই পাতিল স্টেডিয়াম। ফলে নেটিজেনরা খেলরত্নতে যেমন খেলোয়াড়ের নাম যুক্ত হল তেমনই স্টেডিয়াম গুলিতেও খেলোয়াড়ের নামে করার দাবি তুলছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊