Breaking:   মহামারী আইনে গ্রেফতার ত্রিপুরায় আক্রান্ত দেবাংশু-সুদীপ-জয়ারা , আজ আগরতলা আদালতে হাজির করা হবে 

মহামারী আইনে গ্রেফতার ত্রিপুরায় আক্রান্ত দেবাংশু-সুদীপ-জয়ারা







আগরতলা: গতকাল ত্রিপুরায় আক্রান্ত হন তৃণমূলের একাধিক নেতা। আক্রান্ত হয়েছেন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রায়, জয়া দত্ত সহ আরও বেশ কয়েকজন। 

জানা গিয়েছে ধলাই জেলার আমবাসায় আক্রান্ত তৃণমূল হন দেবাংশুরা। ২টি গাড়ি ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে পথ অবরোধ করে  ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের পক্ষথেকে। পরবর্তিতে রাত্রে দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রায়, জয়া দত্তরা অবস্থান বিক্ষোভ শুরু করেন। 

sudip raha debangshu joya dutta tripura

এখান থেকে মোট ১১ জনকে মহামারী আইন ভঙ্গের অপরাধে গ্রেপ্তার করে ত্রিপুরা পুলিশ। আজ তাদের আগরতলা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। 

সুদিপ রাহা জানিয়েছে-  "রাতে বিজেপির গুণ্ডামি। ভোরে পুলিশের! আমাদের গ্রেপ্তার করে টেনে হিঁচড়ে খোয়াই থানায় নিয়ে যাচ্ছে ত্রিপুরার খোয়াই জেলা পুলিশ। এক ইঞ্চি জমিও বিজেপিকে ছাড়া হবে না। আমরা এই গুণ্ডামির শেষ দেখে ছাড়বো।" 

এদিকে  অভিষেক ব্যানার্জী গতকাল জানিয়েছেন তিনি আজ ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে সেখানে যাবেন।