Latest News

6/recent/ticker-posts

Ad Code

তমলুকে শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪তম আত্ম বলিদান দিবস পালন

তমলুকে শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪তম আত্ম বলিদান দিবস পালন





তমলুক: 

আজ ১১ ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপস হিন ধারার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪ তম আত্মবলিদান দিবস তমলুকে হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে শহীদ ক্ষুদিরাম বসু ১২৫ তম জন্ম বর্ষ উদযাপন কমিটি এবং নেতাজি সুভাষচন্দ্র বসু ১২৫ তম জন্ম বর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে একটি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় । শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান ও প্যারেড এর মাধ্যমে গার্ড অফ অনার জানানো হয়। তারপর একটি মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক প্রশান্ত পাড়ই, শহীদ ক্ষুদিরাম বসু ১২৫তম জন্ম বর্ষ উদযাপন কমিটির তাম্রলিপ্ত শাখার সভাপতি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ১২৫ তম জন্ম বর্ষ উদযাপন কমিটির রাজ্য কোষাধক্ষ্য দীপঙ্কর মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ১২৫ তম জন্ম বর্ষ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মধুসূদন জানা, সম্পাদক শিক্ষক সিদ্ধার্থ শংকর রায়, ডাঃ সুরেন্দ্রনাথ মান্ডি সহ তমলুক শহরের বিশিষ্ট ব্যাক্তিবর্গ। 


সিদ্ধার্থ রায় বলেন শহীদ ক্ষুদিরাম বসু -নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমূখ মহান বিপ্লবীদের জীবনাদর্শকে পাথেয় করে এগিয়ে যাওয়া এবং বর্তমান প্রজন্মকে সেই সম্পর্কে উদ্বুদ্ধ করা আমাদের লক্ষ্য। গান আবৃত্তি ও আলোচনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।


এদিন নিমতৌড়ি তে ও চৌরাস্তার মোড়ে শহীদ ক্ষুদিরাম এর শহীদ দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন নেতাজী সুভাষচন্দ্র বসু ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন কমিটির নিমতৌড়ি শাখার সভাপতি ডাঃ বিশ্বনাথ মিশ্র, সম্পাদিকা মঞ্জুশ্রী মাইতি, সহসম্পাদক শিক্ষক দীপক দাস সহ অন্যান্যরা।


এছাড়াও ছাত্র সংগঠনAIDSO, যুব সংগঠন AIDYO, মহিলা সংগঠন AIMSS ও কমসোমলের পক্ষ থেকে তমলুকে হাসপাতাল মোড়েমোড়ে এবং তমলুক বিদ্যাসাগর কৃষ্টি সম্মিলনীতে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code