Latest News

6/recent/ticker-posts

Ad Code

চার সপ্তাহের মধ্যে NOC দিতে হবে - কলকাতা হাইকোর্টের রায়ে খুশির ঢেউ শিক্ষক মহলে

চার সপ্তাহের মধ্যে NOC দিতে হবে - কলকাতা হাইকোর্টের রায়ে খুশির ঢেউ শিক্ষক মহলে 

kolkata high court



একদিকে যখন শিক্ষকদের নিজের জেলায় বাড়ির কাছে বদলির জন্য 'উৎসশ্রী' প্রকল্প গ্রহণ করেছে রাজ্য তখন অনেক শিক্ষকই আবেদনের জন্য NOC (No Objection Certificate) পাচ্ছিলেন না প্রধান শিক্ষক বা ডি আই এর কাছ থেকে, এমনই অভিযোগ শোনা যাচ্ছিলো। ঠিক সেই সময় সাধারণ বদলি নিয়ে একটি কেসের রায়ে আষাঢ় আলো দেখছেন বদলির আশায় থাকা শিক্ষকরা।


সাধারণত বদলির ক্ষেত্রে নিয়ম হচ্ছে, সংশ্লিষ্ট স্কুলে NOC (No Objection Certificate) চেয়ে আবেদন করবেন শিক্ষক-শিক্ষিকারা। সেই আবেদন মঞ্জুর করার প্রশ্নে কোনও সময়সীমা নির্দিষ্ট করা ছিল না। রাজ্যের শিক্ষা দপ্তরেরও কোনও বিধি নেই এই মর্মে। ফলে অনেক ক্ষেত্রেই হয়রানির মুখে পড়তে হয় শিক্ষক শিক্ষিকাদের।


এমনই এক ঘটনা ঘটে শিক্ষিকা অপর্ণা মুন্সির ক্ষেত্রে । ২০১৯ সালে বদলির জন্য রানিগঞ্জের গান্ধি মেমোরিয়াল গার্লস স্কুলের কাছে এনওসি চেয়ে আবেদন করেন বাংলার শিক্ষিকা অপর্ণা মুন্সি। তিনি হুগলির ভদ্রেশ্বরের স্কুলে বদলির জন্য এনওসি চান। স্কুল তা না দেওয়ায় মামলা হয় হাইকোর্টে। ২ বছর পরেও সমস্যা মেটেনি। তাই সোমবার কড়া নির্দেশ দেয় হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদেশ জারি করে- বদলি চাওয়া শিক্ষক-শিক্ষিকাদের চার সপ্তাহের মধ্যে NOC (No Objection Certificate) দিতে হবে। বদলির আবেদনের চার সপ্তাহের মধ্যে নো-অবজেশন সার্টিফিকেট দিতে বাধ্য থাকবে স্কুল। বদলির প্রেক্ষাপটে বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

একই সঙ্গে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যকে বিধি রূপায়ণ করতে পরামর্শ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাজ্যের সমস্ত স্কুলে হাইকোর্টের এই নির্দেশ পৌঁছে দিতে রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। রেজিস্ট্রার জেনারেল শিক্ষা দপ্তরের সহযোগিতায় রাজ্যের প্রতি স্কুলে এই নির্দেশ পৌঁছে দেবেন।

শুধু তাই নয় শিক্ষিকা অপর্না মুন্সিকে কুড়ি হাজার টাকা ক্ষতিপূরণ দিতেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দু' সপ্তাহের মধ্যে এই ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দিতে হবে স্কুলকে। শিক্ষিকা অপর্ণা মুন্সি'র আইনজীবী উজ্জ্বল রায় জানান, 'হাইকোর্টের এমন নির্দেশের সুবিধা এখন সবাই পাবেন। ২ বছর ধরে যেভাবে স্কুল বিষয়টি নিয়ে অযথা হয়রান করেছে তা আর ভবিষ্যতে কারও ক্ষেত্রে হবে না বলেই আশা করি।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code