দিনহাটার সাবেক ছিট মহলের বাসিন্দাদের হাতে এলো এসআইআর হেয়ারিং নোটিশ! দুশ্চিন্তায় কয়েক হাজার পরিবার
দিনহাটার সাবেক ছিট মহল দক্ষিণ মশালডাঙ্গা পোয়াতুর কুঠি সহ একাধিক ছিট মহলের বাসিন্দাদের কাছে এসেছে এস আই আর এর হিয়ারিং নোটিশ। বাসিন্দাদের অভিযোগ ২০১৫ সালের ৩১ শে জুলাই ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে তারা ভারতীয় নাগরিকত্ব লাভ করেন। কিন্তু তার আগে কিন্তু তার আগে এই এলাকার যে সমস্ত মেয়ের বিয়ে হয়ে গিয়েছে তারা ছিটমহল বিনিময় চুক্তির আগে যে সার্ভে হয়েছিল সেই সার্ভেতে নাম নথিভুক্ত না করায় এখন তাদের নামে এস আই আর এর হেয়ারিং নোটিশ আসছে।
দিনহাটার একাধিক ছিটমহল মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ২০০ অধিক বাসিন্দার কাছে এই নোটিশ এসেছে। বাসিন্দাদের অভিযোগ 2015 সালের আগ পর্যন্ত প্রায় এক হাজারের উপরে ছিটমহলের মেয়ে তারা বিবাহ সূত্রের বাইরে চলে যায় পরবর্তীতে ছিট মহল বিনিময় এর আগে যখন ছিট মহলের বাসিন্দাদের বিশেষ সার্ভে করা হয় সেই সার্ভেতে বাসিন্দারা তাদের বিবাহিত মেয়েদের নাম তুলতে চাইলে সেই সময়কার আধিকারিকরা তাদের বোঝায় যেহেতু তারা বিবাহ সূত্রে ভারতীয় ভূখণ্ডে চলে গিয়েছে তাই তারা ভারতের নাগরিক হয়ে গিয়েছে তাদের আর নতুন করে ছিট মহলের সার্ভেতে নাম তোলার প্রয়োজন নেই। আর সেটাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে। এস আই আর এর ফর্ম জমা করার পর এখন দেখা যাচ্ছে সেই সমস্ত মেয়ের নামেই হিয়ারিং নোটিশ আসছে। ইতিমধ্যেই বাসিন্দারা জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিয়েছেন।
আজ পুনরায় তারা দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিলেন যাতে দ্রুত ২০১৫ সালের আগে যে সমস্ত ছিটমহলের মেয়ে বিবাহ সূত্রের বাইরে বেরিয়ে গিয়েছিল তাদের নথি ইস্যু করা হয় এবং তাদের বাবা মার সঙ্গে তাদের লিংকেজ করানো হয়।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊