Latest News

6/recent/ticker-posts

Ad Code

গোষ্ঠীদ্বন্দের জেরে উত্তপ্ত খাগড়াগড়

গোষ্ঠীদ্বন্দের জেরে উত্তপ্ত খাগড়াগড়





সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :-



ফের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দের জেরে উত্তপ্ত খাগড়াগড় এলাকা।গোষ্ঠীদ্বন্দ সামাল দিতে আই সির নেতৃত্বে এলাকায় আসে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী।বেশ কয়েকদিন ধরেই চলছে বর্ধমান পৌরসভার খাগড়াগড় এলাকা চলছে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ।গত কাল রাতে ফের শুরুহয় গোষ্ঠীদ্বন্দ।



গোষ্ঠীদ্বন্দ সামাল দিতে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী। তালা মারা হয় স্থানীয় তৃণমূল পার্টি অফিসে। সকালে পার্টি অফিসের তালা ভাঙ্গা দেখে তৃণমূলর অপর গোষ্ঠি। এলাকায় মেহবুব রহমান তথা শেখ ফিরোজের অনুগামী মহম্মদ হোসেনের দাবি; গতকাল পুলিশের নির্দেশে ওই কার্যালয় বন্ধ রাখা হয়। রাতে কিছু দুস্কৃতী কার্যালয়ের তালা ভেঙে লণ্ডভণ্ড করে। কার্যালয়ে রাখা আছে দুয়ারে সরকার প্রকল্পে বেশকিছু নথিপত্র।সেই সমস্ত নথিপত্র নষ্ট করা হয়েছে বলে অভিযোগ।এরা বারবার এলাকার শান্তি নষ্ট করছে।


এলাকার বাসিন্দা পিয়ারী বিবির অভিযোগ ওরা রান্না খাওয়া করতে বাধা দিচ্ছে।এই গুন্ডামি অসহ্য হয়ে উঠছে।

অন্যদিকে বিরোধী গোষ্ঠীর মহম্মদ ইনসানের দাবি; এসব মিথ্যা অভিযোগ। তার পালটা দাবি; এলাকার যাবতীয় অশান্তির মূলে শেখ ফিরোজ ; তার অনুগামী শেখ হোসেন সহ তার দলবল। ওরাই উলটে মেয়েদের নিয়ে এসে মারধোর ; চড় থাপ্পড় মেরেছে।এছাড়া ক্লাব নিয়ে তার অনেক অভিযোগ। ক্লাবে বেনিয়ম ও আর্থিক অনিয়ম চলছে বলেও তার দাবি।


এলাকায় পুলিশ গিয়েছে। বারবার এলাকা উত্তপ্ত হয়ে ওঠায় এলাকার মানুষ তিতিবিরক্ত। তারা এই অশান্তির অবসান চান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code