Latest News

6/recent/ticker-posts

Ad Code

উৎসশ্রীর আওতায় বদলীর জন্য আবেদন করতেই আজানা নাম্বার থেকে হুমকি শিক্ষকদের

উৎসশ্রীর আওতায় বদলীর জন্য আবেদন করতেই আজানা নাম্বার থেকে হুমকি শিক্ষকদের

teachers



আনোয়ার হোসেন নামে মুর্শিদাবাদের বাসিন্দা এক শিক্ষক বর্তমানে চ্যাংমারিতে কর্মরত। কিন্তু পারিবারিক কারনে তিনি বদলি চান জলপাইগুড়ির কোনো স্কুলে। তাই ১৩ আগস্ট তারিখ আবেদন করেছিলেন। কিন্তু এর পরই নানান ভাবে হোয়াটসআপ ও মেল চিন্তায় ফেলে তাঁকে।

বদলির বিষয় উঠতেই তিনি এবং একই রকমভাবে আবেদন করা আরো কয়েজন শিক্ষককে বিভিন্ন নাম্বার থেকে হুমকি দেওয়া হয় বলে আনোয়ার বাবু জানান। এমনকি ডি আই কে ও মেল করা হয় বলে অভিযোগ।

প্রসঙ্গত এই বিষয়টি নিয়ে সাহায্য চাইলেও তার পাশে দাড়ায়নি তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠন, এমনটাই জানিয়েছেন শিক্ষক আনোয়ার হোসেন।

সংগঠনের কনভেনার অঞ্জন দাসকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কেউ কাউকে হুমকি দিলে প্রশাসন সেটি বুঝবে। বদলির আবেদন কেউ করতেই পারেন। এর বেশি কিছু জানা নেই।

এদিকে আজ ডি আই অফিসে বিষয়টি জানান শিক্ষক আনোয়ার হোসেন। ডি আই বালিকা গোলে  বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন আনোয়ার বাবু। 

কারা এই হুমকি দিচ্ছেন - এই প্রশ্নের উত্তরে আনোয়ার বাবু জানান-  যাতে তিনি মুর্শিদাবাদের স্কোর নিয়ে জলপাইগুড়িতে কোন স্কুলে সুযোগ না পান, তারই চেষ্টা হয়োতো করছেন কেউ। এই জন্যই তাঁকে হুমকি দেওয়া হতে পারে বলে তিনি জানান। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code