‘CAA কতটা জরুরি বুঝিয়ে দিল Afghanistan’- কঙ্গনা
আফগানিস্তান নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করলেন বলি অভিনেত্রী কঙ্গনা। আফগানিস্তান দখল করেছে তালিবানরা। আর এরপরেই একাধিক ভিডিওতে অসহায় মানুষদের আর্তনাদ, বাঁচার তাগিদ, ঘুম কেড়ে নিয়েছে বিশ্ববাসীর। আর তা নিয়ে এবার ফের বিতর্কে চলে এলেন বলিউডের বিতর্ক কুইন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
এদিন নিজের ইন্সটা হিস্টোরিতে আফগানিস্তানের প্রসঙ্গ তুলে CAA এর পক্ষে ফের প্রশ্ন তুললেন। ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লিখলেন, তালিবানের ভয়ে কাঁপছে গোটা আফগানিস্তান। দেশ ছাড়তে মরিয়া আফগানরা। প্রাণ বাঁচানোর জন্য ঝুঁকি নিয়ে সীমানা পার করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাঁরা। সাধারণের এই প্রচেষ্টার বীভৎস রূপ গত কয়েকদিন থেকে দেখছে গোটা দুনিয়া।
কঙ্গনা লিখলেন, ‘আফগানিস্তানের এ সময় আমাদের প্রয়োজন। প্যালেস্তাইন মুসলিমদের হাতে নৃশংসভাবে খুন হচ্ছে আফগান মুসলিমরা। যাঁরা এ ধরনের আচরণকে সমর্থন জানিয়ে চিৎকার করছেন, তাদের একটা কথাই বলতে চাই। আমাদের দেশের সরকারকে ধন্যবাদ যে তারা নাগরিকত্ব আইনের প্রস্তাব এনেছেন। এর ফলে প্রতিবেশী ইসলামিক দেশগুলি থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন পার্সি, খ্রিস্টান ধর্মাবলম্বী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা বাঁচার রাস্তা পাবেন।’
আরও জানিয়েছেন, আফগানিস্তানকে যদি রক্ষা করতে পারতাম তাহলে তো ভালই হতো। তবে হ্যাঁ, মুসলিম রাষ্ট্রের সমস্ত সংখ্যালঘুদের আমরা রক্ষা করতে পারব সেটাই সান্ত্বনা। আফগানিস্তানের জন্য সব সময় প্রার্থনা করব।’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊