ICC T-20 World Cup-এ কবে নামছে ভারত, জানুন ভারতের পূর্ণাঙ্গ সূচি





দীর্ঘ অপেক্ষার অবসান। আজ প্রকাশিত হয়েছে টি২০ বিশ্বকাপের সূচি। টুর্নামেন্টের প্রথম পর্ব শুরু হচ্ছে ১৭ অক্টোবর ওমান বনাম পাপুয়া নিউগিনি ম্যাচ দিয়ে। এবছরের আয়োজক দেশ ভারত হলেও করোনার জেরে টুর্নামেন্ট হচ্ছে আরব আমিরশাহীতে।


টুর্নামেন্টের প্রথম অর্থাৎ কোয়ালিফাইয়িং রাউন্ডে আটটি দল। গ্রুপ A-তে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নামিবিয়া। গ্রুপ B-তে রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ওমান। এই দুই গ্রুপ থেকে দুটি দল করে মোট চারটি দল যাবে সুপার ১২- এ। ওমান ক্রিকেট গ্রাউন্ড এবং সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত হবে কোয়ালিফাইয়িং রাউন্ড।



আবার, এদিকে সুপার ১২-এ গ্রুপ ওয়ানে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং বাছাই পর্ব থেকে আসা দুটি দল। অন্যদিকে দ্বিতীয় গ্রুপে সরাসরি খেলছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান। সেই সঙ্গে থাকবে বাছাই পর্বের দুটি দল। আবু ধাবিতে ১০ নভেম্বর প্রথম সেমিফাইনাল আয়োজিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল দুবাইয়ে ১১ নভেম্বর। ১৪ নভেম্বর সন্ধে দুবাইয়েই ফাইনাল আয়োজিত হবে।

ভারতের পূর্ণাঙ্গ সূচি:

২৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তান দুবাইয়ে

৩১ অক্টোবর ভারত বনাম নিউজিল্যান্ড দুবাইয়ে

৩ নভেম্বর ভারত বনাম আফগানিস্তান আবু ধাবিতে

৫ নভেম্বর ভারত বনাম কোয়ালিফায়ার বি গ্রুপের প্রথম স্থানাধিকারী দুবাইয়ে

৮ নভেম্বর ভারত বনাম কোয়ালিফায়ার এ গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দুবাইয়ে