জোরা বিস্ফোরনে কাঁপলো কাবুল-মৃত কমপক্ষে ১৩


Several people have died and many others have been injured in the Kabul airport twin explosions. (Photo credits: Tolo News)
Several people have died and many others have been injured in the Kabul airport twin explosions. (Photo credits: Tolo News)



kabul: ২৬ অগাস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় পরপর দুটি বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল (Kabul) বিমানবন্দর। প্রথমটি কাবুল বিমানবন্দরের অ্যাবে গেটে হয়। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে বিমানবন্দর সংলগ্ন ব্যারন হোটেলের কাছে।




কাবুল বিমানবন্দরের অ্যাবে গেট থেকে ব্যারন হোটেলের দূরত্ব খুব বেশি নয়। এমনই জানানো হয়েছে পেন্টাগনের (Pentagon) তরফে।




বৃহস্পতিবার সকাল থেকেই কাবুল বিমানবন্দর (Kabul Airport) নিয়ে সতর্কতা জারি করে আমেরিকা। কাবুল বিমানবন্দরের অ্যাবে সহ অন্য গেটগুলি যাতে মার্কিন নাগরিকরা এড়িয়ে যান, সে বিষয়ে সতর্কতা জারি করএছিলো ওয়াশিংটন।




আমেরিকার (US) পর ব্রিটেন (UK), অস্ট্রেলিয়ার (Australia) তরফেও জারি করা হয়েছিল সতর্কতা। সব সতর্কতার মাঝেই জোরা বিস্ফোরনে কাপলো কাবুল। মৃত্যুর কোলে ঢলে পড়লো প্রায় ১৩ জন। এই বিস্ফোরনে কয়েকজন তালিবানও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।


তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন এই বিস্ফোরণে ISIS এর সম্পর্ক থাকতে পারে।